Tuesday, August 26, 2025

Mamata Banerjee: চ্যারিটি বিগিনস্ অ্যাট হোম: ছোটভাইকে কড়া বার্তা দিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মমতা

Date:

পুলিশ থেকে সরকারি আধিকারিক, চিকিৎসক থেকে শিল্পী- সব মহলেই হানা দিয়েছে করোনা। বাদ পড়েনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরিবারও। বৃহস্পতিবার, নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক থেকে সেই কথা জানানোর পাশাপাশি কোভিডবিধি না মানায় নিজের ভাইকেই ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী। সরকারি নিয়মবিধি অবহেলা করা তাঁর যে একেবারে নাপসন্দ তাও মমতা স্পষ্ট করে দেন এদিন। মুখ্যমন্ত্রী বলেন, “অনেককে দেখছি, বাড়ির একজনের করোনা হলে অন্যজন ঘুরে বেড়াচ্ছে। আমার ভাইয়ের বউ করোনা আক্রান্ত। তার পরেও আমার ভাই বাড়ি থেকে বেরচ্ছে। কোথায় কোথায় যাচ্ছে।” এরপরই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমি এসব পছন্দ করি না। ওকে নিষেধ করে দিয়েছি। চ্যারিটি বিগিনস্ অ্যাট হোম”। তবে, শুধুমাত্র ভ্রাতৃবধূ নন, মমতা জানান, করোনা (Corona) আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রীর গাড়ির দুই চালকও। বাড়ির একজন সদস্যের করোনা হলে বাকিরাও আইসোলেশনে থাকুন, পরামর্শ মুখ্যমন্ত্রীর।

নবান্ন থেকে সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের করোনা পরিস্থিতির কথা তুলে ধরে কখনও কড়া ভাষায়, আবার কখনও অভিভাবকের মতোই বুঝিয়ে বলেন তিনি। তবে, রাজ্যের কড়া অবস্থান স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।

কয়েকদিন নবান্নে অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে গুজব ছড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী করোনা আক্রান্ত। এদিন সেই গুজব উড়িয়ে দিয়ে মমতা বলেন, “আমার বাড়িতে ৫০০ ফোন এসেছে। জানতে চাওয়া হয়েছে আমার কোভিড হয়ছে কি না। হলে তো জানতেই পারতেন। সারা বিশ্বে সবার হয়েছে এটা তো লুকিয়ে রাখার বিষয় নয়”। তাঁর দুই গাড়িচালক করোনা আক্রান্ত বলেই তিনি নবান্নে যেতে পারেননি বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:স্বাস্থ্য পরীক্ষার জন্য চারদিন বন্ধ থাকছে পার্কস্ট্রিট উড়ালপুল, যানজটের আশঙ্কা

Related articles

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...
Exit mobile version