Thursday, August 28, 2025

Mamata Banerjee: চ্যারিটি বিগিনস্ অ্যাট হোম: ছোটভাইকে কড়া বার্তা দিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মমতা

Date:

পুলিশ থেকে সরকারি আধিকারিক, চিকিৎসক থেকে শিল্পী- সব মহলেই হানা দিয়েছে করোনা। বাদ পড়েনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরিবারও। বৃহস্পতিবার, নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক থেকে সেই কথা জানানোর পাশাপাশি কোভিডবিধি না মানায় নিজের ভাইকেই ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী। সরকারি নিয়মবিধি অবহেলা করা তাঁর যে একেবারে নাপসন্দ তাও মমতা স্পষ্ট করে দেন এদিন। মুখ্যমন্ত্রী বলেন, “অনেককে দেখছি, বাড়ির একজনের করোনা হলে অন্যজন ঘুরে বেড়াচ্ছে। আমার ভাইয়ের বউ করোনা আক্রান্ত। তার পরেও আমার ভাই বাড়ি থেকে বেরচ্ছে। কোথায় কোথায় যাচ্ছে।” এরপরই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমি এসব পছন্দ করি না। ওকে নিষেধ করে দিয়েছি। চ্যারিটি বিগিনস্ অ্যাট হোম”। তবে, শুধুমাত্র ভ্রাতৃবধূ নন, মমতা জানান, করোনা (Corona) আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রীর গাড়ির দুই চালকও। বাড়ির একজন সদস্যের করোনা হলে বাকিরাও আইসোলেশনে থাকুন, পরামর্শ মুখ্যমন্ত্রীর।

নবান্ন থেকে সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের করোনা পরিস্থিতির কথা তুলে ধরে কখনও কড়া ভাষায়, আবার কখনও অভিভাবকের মতোই বুঝিয়ে বলেন তিনি। তবে, রাজ্যের কড়া অবস্থান স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।

কয়েকদিন নবান্নে অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে গুজব ছড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী করোনা আক্রান্ত। এদিন সেই গুজব উড়িয়ে দিয়ে মমতা বলেন, “আমার বাড়িতে ৫০০ ফোন এসেছে। জানতে চাওয়া হয়েছে আমার কোভিড হয়ছে কি না। হলে তো জানতেই পারতেন। সারা বিশ্বে সবার হয়েছে এটা তো লুকিয়ে রাখার বিষয় নয়”। তাঁর দুই গাড়িচালক করোনা আক্রান্ত বলেই তিনি নবান্নে যেতে পারেননি বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:স্বাস্থ্য পরীক্ষার জন্য চারদিন বন্ধ থাকছে পার্কস্ট্রিট উড়ালপুল, যানজটের আশঙ্কা

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version