Sunday, May 4, 2025

Sc EastBengal: শক্তিশালী মুম্বই সিটি এফসির বিরুদ্ধে চ‍্যালেঞ্জ নিতে প্রস্তুত লাল-হলুদ ব্রিগেড

Date:

Share post:

আগামীকাল আইএসএলের ( ISL) দশম ম‍্যাচে নামছে এসসি ইস্টবেঙ্গল (Sc EastBengal)। প্রতিপক্ষ মুম্বই সিটিএফসি( Mumbai City Fc)। চলতি আইএসএলে নয় ম‍্যাচ হয়ে গিয়েছে, এখনও পযর্ন্ত জয়ের মুখ দেখেনি লাল-হলুদ ব্রিগেড।  তবে শুক্রবার কঠিন প্রতিপক্ষ মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের জন‍্য ঝাপাতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল।

শুক্রবার সামনে মুম্বই সিটি এফসি। এই মুহূর্তে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে মুম্বই। মুম্বই দলে অ্যাঙ্গুলো-বিপিনদের মতন ফুটবলার রয়েছে। এই মুহূর্তে সব দলকেই বেগ দিচ্ছে রণবীর কাপুরের দল। তাই এই ম‍্যাচে যে কঠিন চ‍্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল, তা ভালই জানেন  কোচ রেনেডি সিং।

এদিন সাংবাদিক সম্মেলনে মুম্বই ম‍্যাচ নিয়ে রেনেডি বলেন,”বেঙ্গালুরু ম্যাচের আগে, হায়দরাবাদ ম্যাচেও আমরা ভালো খেলেছি। গত ম্যাচেও, ছেলেরা যেভাবে খেলেছে, যেভাবে ওরা লড়াই করেছে, যেভাবে ওরা রক্ষণ করেছে, আমি খুবই খুশি। কেবল যে জিনিসটি নিয়ে আরও কাজ করতে হবে, তা হল আরও আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে। মুম্বই এই মরশুমের সব থেকে আক্রমণাত্মক দল, তারা গত কয়েক মরশুম ধরে যা করে এসেছে, তারা সত্যিই খুব ভালো দল। তবে আমাদের প্রতিপক্ষের জন্য খেলাটিকে আরও কঠিন করে তুলতে হবে। আমরা যদি ওদের সুযোগ দিই, ওরা আমাদের ভোগাবে। আমাদের একটি ইউনিট। একটি দল হিসেবে খেলতে হবে। একসাথে আক্রমণে উঠতে হবে, একসাথে রক্ষণে নামতে হবে। হয়ত আমাদের জন্য কাজটা কঠিন হবে, কারণ আমদের একটি বা দুটি বিদেশী নিয়ে নামতে হবে। তবে আমাদের ভারতীয় খেলোয়াড়রা অনেক ভালো এবং যারা মাঠে নামবে, তারা নিজেদের শতভাগটা দেবে বলেই আশা করছি।”

এই মুহূর্তে মুম্বই সিটি এফসির হয়ে দুরন্ত খেলছেন তিন বিদেশি ইগর অ্যাঙ্গুলো, আহমেদ জাহু ও মুর্তাদা ফল। এই তিন বিদেশিকে রোখার কি পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গলের? এর জবাবে রেনেডির বলেন, “এরা প্রত্যেকেই দারুণ খেলোয়াড়। বিপিন সিংয়ের মত দারুণ ভারতীয় খেলোয়াড়রাও রয়েছেন। কিন্তু আমাদের নিজেদের নিয়ে ভাবতে হবে, কিভাবে আমরা আরও ভালো করব, কিভাবে আমরা ভালোভাবে রক্ষণ করব। প্রতিপক্ষকে নিয়ে বেশি না ভেবে নিজেদের নিয়ে আরও বেশি ভাবা দরকার। যদি আমাদের কাজ, আমাদের দায়িত্ব ভালোভাবে করতে পারি, ওদের জন্য কাজটা কঠিন হবে।”

আরও পড়ুন:Novak Djokovic: অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হল না জোকোভিচকে, বাতিল করা হল ভিসাও, আদালতের দ্বারস্থ জোকার

spot_img
spot_img

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...