Wednesday, January 14, 2026

Sc EastBengal: শক্তিশালী মুম্বই সিটি এফসির বিরুদ্ধে চ‍্যালেঞ্জ নিতে প্রস্তুত লাল-হলুদ ব্রিগেড

Date:

Share post:

আগামীকাল আইএসএলের ( ISL) দশম ম‍্যাচে নামছে এসসি ইস্টবেঙ্গল (Sc EastBengal)। প্রতিপক্ষ মুম্বই সিটিএফসি( Mumbai City Fc)। চলতি আইএসএলে নয় ম‍্যাচ হয়ে গিয়েছে, এখনও পযর্ন্ত জয়ের মুখ দেখেনি লাল-হলুদ ব্রিগেড।  তবে শুক্রবার কঠিন প্রতিপক্ষ মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের জন‍্য ঝাপাতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল।

শুক্রবার সামনে মুম্বই সিটি এফসি। এই মুহূর্তে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে মুম্বই। মুম্বই দলে অ্যাঙ্গুলো-বিপিনদের মতন ফুটবলার রয়েছে। এই মুহূর্তে সব দলকেই বেগ দিচ্ছে রণবীর কাপুরের দল। তাই এই ম‍্যাচে যে কঠিন চ‍্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল, তা ভালই জানেন  কোচ রেনেডি সিং।

এদিন সাংবাদিক সম্মেলনে মুম্বই ম‍্যাচ নিয়ে রেনেডি বলেন,”বেঙ্গালুরু ম্যাচের আগে, হায়দরাবাদ ম্যাচেও আমরা ভালো খেলেছি। গত ম্যাচেও, ছেলেরা যেভাবে খেলেছে, যেভাবে ওরা লড়াই করেছে, যেভাবে ওরা রক্ষণ করেছে, আমি খুবই খুশি। কেবল যে জিনিসটি নিয়ে আরও কাজ করতে হবে, তা হল আরও আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে। মুম্বই এই মরশুমের সব থেকে আক্রমণাত্মক দল, তারা গত কয়েক মরশুম ধরে যা করে এসেছে, তারা সত্যিই খুব ভালো দল। তবে আমাদের প্রতিপক্ষের জন্য খেলাটিকে আরও কঠিন করে তুলতে হবে। আমরা যদি ওদের সুযোগ দিই, ওরা আমাদের ভোগাবে। আমাদের একটি ইউনিট। একটি দল হিসেবে খেলতে হবে। একসাথে আক্রমণে উঠতে হবে, একসাথে রক্ষণে নামতে হবে। হয়ত আমাদের জন্য কাজটা কঠিন হবে, কারণ আমদের একটি বা দুটি বিদেশী নিয়ে নামতে হবে। তবে আমাদের ভারতীয় খেলোয়াড়রা অনেক ভালো এবং যারা মাঠে নামবে, তারা নিজেদের শতভাগটা দেবে বলেই আশা করছি।”

এই মুহূর্তে মুম্বই সিটি এফসির হয়ে দুরন্ত খেলছেন তিন বিদেশি ইগর অ্যাঙ্গুলো, আহমেদ জাহু ও মুর্তাদা ফল। এই তিন বিদেশিকে রোখার কি পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গলের? এর জবাবে রেনেডির বলেন, “এরা প্রত্যেকেই দারুণ খেলোয়াড়। বিপিন সিংয়ের মত দারুণ ভারতীয় খেলোয়াড়রাও রয়েছেন। কিন্তু আমাদের নিজেদের নিয়ে ভাবতে হবে, কিভাবে আমরা আরও ভালো করব, কিভাবে আমরা ভালোভাবে রক্ষণ করব। প্রতিপক্ষকে নিয়ে বেশি না ভেবে নিজেদের নিয়ে আরও বেশি ভাবা দরকার। যদি আমাদের কাজ, আমাদের দায়িত্ব ভালোভাবে করতে পারি, ওদের জন্য কাজটা কঠিন হবে।”

আরও পড়ুন:Novak Djokovic: অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হল না জোকোভিচকে, বাতিল করা হল ভিসাও, আদালতের দ্বারস্থ জোকার

spot_img

Related articles

অনূর্ধ্ব ১৯ দলে থাকলেও আগামীতে যুব বিশ্বকাপ খেলতে পারবেন না বৈভব

বৃহ্স্পতিবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ(U19 World cup)। আয়ূষ মাত্রের নেতৃত্বে ভারতীয় দল খেললেও আর্কষণের কেন্দ্রবিন্দুতে সেই...

ফের SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ!

ফের রাজ্যে SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ! রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই অনেকে আতঙ্কে মারা যাচ্ছেন আবার...

বাঙালিদের ধরে মার-খুন, সেই মহারাষ্ট্রেই বিজেপির সভা ভরাতে বাঙালি পরিযায়ীরাই ভরসা!

সম্প্রতি মহারাষ্ট্র থেকে একটি নৃশংস ঘটনা উঠে এসেছে, যেখানে নৃশংসভাবে পিটিয়ে মারা হয় বাংলার এক পরিযায়ী শ্রমিককে। শুধুমাত্র...

আইপ্যাকে ED-হানা: হাই কোর্টে তৃণমূলের মামলার নিষ্পত্তি, ইডির মামলার শুনানি মুলতুবি

আইপ্যাকের অফিসে ইডির হানা নিয়ে তৃণমূলের দায়ের করা মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাই কোর্ট। তৃণমূলের (TMC) অভিযোগ...