Wednesday, August 27, 2025

CNCI-এর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পদবী ভুললেন সঞ্চালিকা, অসন্তুষ্ট মমতা

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendramodi) ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) শুক্রবার ভার্চুয়ালি উপস্থিত হয়েছিলেন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের(CNCI) দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধনী অনুষ্ঠানে। হাইভোল্টেজ এই অনুষ্ঠানের শুরুতেই ঘটল বিভ্রাট। মুখ্যমন্ত্রীর নাম বলতে গিয়ে তার পদবী ভুল বলে বসলেন সঞ্চালিকা। এই ঘটনায় রীতিমতো অসন্তুষ্ট হতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এদিন অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানান অনুষ্ঠানের সঞ্চালিকা। তবে মুখ্যমন্ত্রীর নাম নিতে গিয়ে তার পদবী ভুলে যান তিনি। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট হলেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, “ধন্যবাদ সঞ্চালিকাকে। আমার পদবীটা ভুলে গিয়েছেন। হয়তো নার্ভাসনেসের জন্য।” তিনি আরও বলেন, “কলকাতার অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর জন্য এসেছি। স্বাস্থ্যমন্ত্রী দু’বার ফোন করেছেন।” তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। হাইভোল্টেজ অনুষ্ঠান, যেখানে দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন এমন অনুষ্ঠানে কীভাবে সঞ্চালিকা মুখ্যমন্ত্রীর পদবী ভুলে যেতে পারেন। তবে অসন্তুষ্ট হলেও বিষয়টিকে খুব একটা আমল দিতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন:বিদেশ ফেরত যাত্রীদের জন্য ৭ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করল সরকার

এরপর নিজের বক্তব্যে কেন্দ্রকে তোপ দেগে টিকা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্য তার প্রাপ্য টিকা এখনো পায়নি। ৪০% দ্বিতীয় ডোজ পাওয়ার কথা ছিল কেন্দ্রর থেকে, কিন্তু তা এখনো মেলেনি। পাশাপাশি প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দেন, “সকল রাজ্যবাসী টিকাকরণের লক্ষ্যে আমাদের আরও টিকা চাই।” এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, “এই ক্যাম্পাসের উদ্বোধন রাজ্য সরকার আগেই করে ফেলেছে। করোনাকালে এই ক্যাম্পাস রাজ্য সরকারকে অনেক সাহায্য করেছিল। তখন করোনা রোগীদের সুবিধার্থে ক্যাম্পাসটি ব্যবহার করেছিল সরকার।” পাশাপাশি প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ক্যাম্পাস তৈরীর জন্য রাজ্য সরকার ২৫% অর্থ এবং জমি দিয়েছে।” একইসঙ্গে, মেডিকেল কলেজগুলোতে আসনসংখ্যা যাতে বাড়ানো যায় সেদিকে নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান মমতা।

spot_img

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...