কোভিড বিধি মেনে করা যাবে গঙ্গাসাগর মেলার আয়োজন, জানাল হাইকোর্ট

কোভিড বিধি মেনে করা যাবে গঙ্গাসাগর মেলার আয়োজন। পরিস্থিতি খতিয়ে দেখবে তিন সদস্যের কমিটি। কমিটিতে থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। বিরোধী দলনেতা বা তাঁর প্রতিনিধি। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা তাঁর প্রতিনিধি। শুক্রবার গঙ্গাসাগর মেলা নিয়ে রায় শোনাল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি কেসান ডমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ । এই বছর গঙ্গাসাগর মেলা হবে কি না তা নিয়ে জল্পনা বাড়ছিল। ডিসেম্বরের মাঝ পর্ব পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। তারপর থেকে করোনা-ওমিক্রন বাড়তে থাকে সংক্রমণ বাড়তে থাকে।

একটি মামলায় জনৈক চিকিতসক আদালতে আবেদন করেন, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে এই বছর মেলা বন্ধ রাখা উচিত। কারণ গঙ্গাসাগরে যে পরিমান সমাগম হয় প্রতি বছর তাতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়। আবার মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে স্নান করেন লাখ লাখ মানুষ। তার ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে।এই প্রেক্ষিতে রাজ্য সরকার জানায়, পরিস্থিতি মোকাবিলায় তারা তৈরি। কোভিড বিধি মেনে মেলার আয়োজন এবং পুণ্য স্নানের ছাড়পত্র দেওয়া যেতে পারে। রাজ্য সরকারের সেই উত্তরের প্রেক্ষিতেই শুক্রবার হাইকোর্ট মেলার আয়োজনে অনুমতি দিল। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেওয়ার জন্য তিন সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিল। যে কমিটি গঙ্গাসাগরে করোনা বিধি মানা হচ্ছে কি না খতিয়ে দেখবে।

Previous articleরেল স্টেশনে শুধু ট্রেনের টিকিটই নয়, এবার পাবেন বিমান এবং বাসের টিকিটও
Next articleকেন্দ্রের গাইডলাইন না জেনে প্রশ্ন তোলেন রাজ্যপাল: মোদির সামনে ধনকড়কে তোপ মমতার