Monday, August 25, 2025

Chandigarh: একক বৃহত্তম AAP, চণ্ডীগড়ে ব্যাক ডোর দিয়ে মেয়র পদ দখল বিজেপির

Date:

সন্তুষ্ট থাকতে হল সেই রানার্স-আপ হয়েই! আপ-কে টপকে চণ্ডীগড় পুরসভার মেয়র পদ দখল করল বিজেপি।

অবাক করে দিয়ে বিজেপি এবং কংগ্রেসকে পিছনে ফেলে চণ্ডীগড়ের পুরভোটে একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছিল আপ। প্রথম বার লড়েই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ৩৫ আসনের মধ্যে আপ ১৪টি আসন দখল করে। বিজেপি ১২, কংগ্রেস ৮ এবং অকালি দল একটি আসন পায়। নির্বাচনের পরপরই এক কংগ্রেস কাউন্সিলর বিজেপিতে যোগ দেন। ফলে বিজেপির কাউন্সিলরের সংখ্যা হয়ে দাঁড়ায় ১৩। কংগ্রেস কমে দাঁড়ায় ৭ এ।

নিয়ম অনুযায়ী চণ্ডীগড় পুরসভার মেয়র নির্বাচনের সময় কাউন্সিলরদের পাশাপাশি ভোট দিতে পারেন স্থানীয় সাংসদও। শনিবার মেয়র নির্বাচনে কংগ্রেস ৭ জন এবং অকালি দলের এক কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। ফলে লড়াইটা বিজেপি ও আপের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। সাংসদের ভোট ধরে মোট সংখ্যা দাঁড়ায় ২৮। ১৩ কাউন্সিলর ছাড়াও সাংসদ ভোট দেন বিজেপি প্রার্থীকে। আপের ঝুলিতেও ১৪টি ভোট যাওয়ার কথা ছিল। কিন্তু প্রিসাইডিং অফিসার আপের এক কাউন্সিলরের ভোট বাতিল করেন। এর ফলে ১৪-১৩ ব্যবধানে আপকে টেক্কা দিয়ে চণ্ডীগড় পুরসভার মেয়র পদ দখল করে বিজেপি। চণ্ডীগড়ের মেয়র হন সরবজিৎ কৌর।

যদিও এই ফলাফল নিয়ে একেবারেই সন্তুষ্ট নয় আপ। তাদের দাবি, বিজেপিকে সুবিধা করে দিতে পরিকল্পিত ভাবে এক কাউন্সিলরের ভোট বাতিল করেছেন প্রিসাইডিং অফিসার। বিজেপি যেভাবে জিতল সেটা লজ্জাজনক বলেও আখ্যা দেন আপের নেতারা। অন্যদিকে আপকে কটাক্ষ করেছে কংগ্রেস। তাঁদের বক্তব্য, আপ যে বিজেপির বি টিম তা আবার প্রমাণ হয়ে গেল। কৌশলে তারা বিজেপিকে মেয়র পদে জিতিয়ে দিল।

আরও পড়ুন- Novak Djokovic: গতমাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন জোকার, জানালেন তাঁর আইনজীবীরা

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version