Monday, November 10, 2025

ঘুরপথে ট্রেনের ভাড়া বাড়াচ্ছে কেন্দ্র, টিকিট পিছু দিতে হবে ১০ থেকে ৫০ টাকা বেশি

Date:

দূরপাল্লার ট্রেনগুলিতে এবার ঘুরপথে ভাড়া বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার(central government)। যার ফলে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত টিকিট পিছু বেশি ভাড়া গুনতে হবে যাত্রীদের(passengers)। রেলমন্ত্রক(rail ministry) সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে উন্নত স্টেশনগুলোতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা পাওয়া এবং স্টেশনের মানোন্নয়নের জন্য টিকিটের দামের উপর এই অতিরিক্ত টাকা ধার্য করা হচ্ছে।

জানা গিয়েছে, সম্প্রতি স্টেশন গুলির মানোন্নয়নের জন্য যাত্রীদের থেকে লেভি(Levi) আদায় সংক্রান্ত ইস্যুতে সমস্ত জোনের জেনারেল ম্যানেজারকে চিঠি পাঠিয়েছেন রেল প্যাসেন্জার মার্কেটিং বিভাগের ডিরেক্টর বিপুল সিংঘল। চিঠিতেই বলা হয়েছে, অসংরক্ষিত আসন থেকে বাতানুকূল আসনের জন্য টিকিটের দামের সঙ্গে ১০ টাকা থেকে ৫০ টাকা অতিরিক্ত মূল্য গুনতে হবে যাত্রীদের। রেলের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, শ্রেণি ভিত্তিক স্টেশনগুলির মানোন্নয়নের জন্য যাত্রীদের টিকিটে এই অতিরিক্ত মূল্য ধার্য করা হবে। তবে, শহরতলির প্যাসেঞ্জার ট্রেনগুলি এই ভাড়া বৃদ্ধির আওতার বাইরে।

আরও পড়ুন:দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলবে চলতি বছরের বিধানসভা নির্বাচনগুলি

তবে শুধু লেভি আদায় নয়, জানা গিয়েছে এর পাশাপাশি প্লাটফর্ম টিকিটের দামও বাড়াতে চলেছে রেল। তবে এভাবে স্টেশনের মানোন্নয়নের নামে যাত্রীদের থেকে টাকা আদায়ের বিষয়টি নিয়ে উঠছে নানা প্রশ্ন। কারণ স্টেশনগুলির মানোন্নয়নের জন্য রেল বাজেটে ধার্য করা থাকে পর্যাপ্ত টাকা। তার পরেও কেন অতিরিক্ত টাকা গুনতে হবে যাত্রীদের? এর অবশ্য কোনো উত্তর পাওয়া যায়নি কেন্দ্রের কাছ থেকে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version