Saturday, November 8, 2025

এই প্রথম, রাজ্যে তৈরী হল চা-বাগান শ্রমিক ইউনিয়নের প্রাথমিক কেন্দ্রীয় কমিটি

Date:

তৈরি হল তৃণমূল কংগ্রেসের চা বাগান শ্রমিক ইউনিয়নের প্রাথমিক কেন্দ্রীয় কমিটি। এতদিন যা ছিল না। দলের শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে হল এই অসাধ্য সাধন। এই কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হয়েছেন নকুল সরান। ভাইস চেয়ারম্যান হয়েছেন দীপক প্রধান। সভাপতি করা হয়েছে বীরেন্দ্র বরা ওঁরাওকে। এরাজ্যের চা বাগান ইউনিয়নের ইতিহাসে এই প্রথম কোনো জনজাতি গোষ্ঠী থেকে সভাপতি হলেন। কার্যকরী সভাপতি হয়েছেন মান্নালাল জৈন। সাধারণ সম্পাদক পুলিন গোলদার।

এছাড়াও পাঁচ জনকে করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট। সংগঠনের প্রচুর শ্রমিক সদস্যকে এক্সিকিউটিভ কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। এটি প্রাথমিক কমিটি। এমাসের মধ্যে আরও বাড়ানো হবে কমিটির সদস্য। অন্যান্য শ্রমিক সংগঠন থেকে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। অনেকেই তাদের সংগঠন নিয়ে খুব তাড়াতাড়ি যোগ দেবেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন এর সঙ্গে।

বাংলায় ৩০৩ টি চা বাগান রয়েছে। সম্প্রতি ঠিক হয়েছে চা বাগানে আইএনটিটিটিউসি অনুমোদিত একটিই সংগঠন থাকবে। যে কারণে তৈরি করা হয়েছে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। যারা বাগানের শ্রমিকদের স্বার্থে কাজ করবে। বাগান মালিকদের সঙ্গে শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে সমন্বয় রেখে চলবে।
রাজ্যের চা বাগান গুলিতে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। বাম আমলে তাদের করুণ অবস্থা ছিল। তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর একটু একটু করে তাদের মজুরি বৃদ্ধি, বোনাস, ঘরবাড়ি তৈরির খরচ সহ একাধিক বিষয়ে নজর দেওয়া হয়। শ্রমিক আন্দোলোনের জেরে অনেক বন্ধ বাগান খোলার ব্যবস্থা করা হয়।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলের শ্রমিক সংগঠনের দায়িত্ব পাওয়ার পর উঠে পড়ে লাগেন চা বাগানের অসংগঠিত শ্রমিকদের একটি ছাতার তলায় নিয়ে আসার। সে কাজে তিনি সফল। এবার কেন্দ্রীয় কমিটিও তৈরি হয়ে গেল চা বাগান শ্রমিক ইউনিয়নের। যাকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। ঋতব্রত বন্দোপাধ্যায় জানালেন, এখন তাঁদের লক্ষ্য প্রত্যেকটি বাগানে ফাংশনাল ইউনিট খোলা। আগামী মার্চ মাসের মধ্যেই এই কাজ শেষ করতে চাইছেন তারা। তবে বর্তমান করোনা পরিস্থিতি কতটা অন্তরায় হয়ে দাঁড়াবে সেটাই ভাবাচ্ছে। তবে কাজ থেমে নেই।

আরও পড়ুন- বিজেপির কীর্তি: মোদির বিরোধিতা করায় ঝাড়খণ্ডে থুতু চাটতে বাধ্য করা হলো যুবককে

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version