Thursday, August 21, 2025

এই প্রথম, রাজ্যে তৈরী হল চা-বাগান শ্রমিক ইউনিয়নের প্রাথমিক কেন্দ্রীয় কমিটি

Date:

তৈরি হল তৃণমূল কংগ্রেসের চা বাগান শ্রমিক ইউনিয়নের প্রাথমিক কেন্দ্রীয় কমিটি। এতদিন যা ছিল না। দলের শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে হল এই অসাধ্য সাধন। এই কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হয়েছেন নকুল সরান। ভাইস চেয়ারম্যান হয়েছেন দীপক প্রধান। সভাপতি করা হয়েছে বীরেন্দ্র বরা ওঁরাওকে। এরাজ্যের চা বাগান ইউনিয়নের ইতিহাসে এই প্রথম কোনো জনজাতি গোষ্ঠী থেকে সভাপতি হলেন। কার্যকরী সভাপতি হয়েছেন মান্নালাল জৈন। সাধারণ সম্পাদক পুলিন গোলদার।

এছাড়াও পাঁচ জনকে করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট। সংগঠনের প্রচুর শ্রমিক সদস্যকে এক্সিকিউটিভ কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। এটি প্রাথমিক কমিটি। এমাসের মধ্যে আরও বাড়ানো হবে কমিটির সদস্য। অন্যান্য শ্রমিক সংগঠন থেকে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। অনেকেই তাদের সংগঠন নিয়ে খুব তাড়াতাড়ি যোগ দেবেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন এর সঙ্গে।

বাংলায় ৩০৩ টি চা বাগান রয়েছে। সম্প্রতি ঠিক হয়েছে চা বাগানে আইএনটিটিটিউসি অনুমোদিত একটিই সংগঠন থাকবে। যে কারণে তৈরি করা হয়েছে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। যারা বাগানের শ্রমিকদের স্বার্থে কাজ করবে। বাগান মালিকদের সঙ্গে শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে সমন্বয় রেখে চলবে।
রাজ্যের চা বাগান গুলিতে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। বাম আমলে তাদের করুণ অবস্থা ছিল। তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর একটু একটু করে তাদের মজুরি বৃদ্ধি, বোনাস, ঘরবাড়ি তৈরির খরচ সহ একাধিক বিষয়ে নজর দেওয়া হয়। শ্রমিক আন্দোলোনের জেরে অনেক বন্ধ বাগান খোলার ব্যবস্থা করা হয়।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলের শ্রমিক সংগঠনের দায়িত্ব পাওয়ার পর উঠে পড়ে লাগেন চা বাগানের অসংগঠিত শ্রমিকদের একটি ছাতার তলায় নিয়ে আসার। সে কাজে তিনি সফল। এবার কেন্দ্রীয় কমিটিও তৈরি হয়ে গেল চা বাগান শ্রমিক ইউনিয়নের। যাকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। ঋতব্রত বন্দোপাধ্যায় জানালেন, এখন তাঁদের লক্ষ্য প্রত্যেকটি বাগানে ফাংশনাল ইউনিট খোলা। আগামী মার্চ মাসের মধ্যেই এই কাজ শেষ করতে চাইছেন তারা। তবে বর্তমান করোনা পরিস্থিতি কতটা অন্তরায় হয়ে দাঁড়াবে সেটাই ভাবাচ্ছে। তবে কাজ থেমে নেই।

আরও পড়ুন- বিজেপির কীর্তি: মোদির বিরোধিতা করায় ঝাড়খণ্ডে থুতু চাটতে বাধ্য করা হলো যুবককে

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version