Tuesday, November 4, 2025

বিজেপির কীর্তি: মোদির বিরোধিতা করায় ঝাড়খণ্ডে থুতু চাটতে বাধ্য করা হলো যুবককে

Date:

মধ্যযুগীয় আচরণ বললেও কম বলা হয়। গণতান্ত্রিক দেশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির(Narendra Modi) বিরোধিতা করায় প্রকাশ্য রাস্তায় এক যুবককে থুতু চাটতে বাধ্য করল বিজেপির ‘নীতি পুলিশের’ দল। শুধু তাই নয়, কান ধরে উঠবসের পাশাপাশি চুলের মুঠি ধরে চলল দেদার মার ও গালিগালাজ। আর এই সবটাই চলল বিজেপি সাংসদ ও বিধায়কের সামনে। চমকে ওঠার মতো এমনই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের(Jharkhand) ধানবাদে। আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায়(social media) ভাইরাল হতেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পঞ্জাব সফরের সময় ঘটা নিরাপত্তা-সঙ্কট ঘিরে ধানবাদের গান্ধী চকে বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছিলেন বিজেপি সমর্থকেরা। সেখানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড বিজেপির একাধিক শীর্ষ স্থানীয় নেতা-মন্ত্রীও। সেখানেই ওই যুবকের ওপর চড়াও হয় বিজেপি সমর্থকরা। বিজেপির অভিযোগ, ওই বিক্ষোভ সমাবেশের পাশ দিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ঝাড়খণ্ডের বিজেপি প্রধান দীপক প্রকাশের বিরুদ্ধে অসাংবিধানিক বাক্য প্রয়োগ করেন ওই মুসলিম যুবক। যার শাস্তি হিসেবে প্রকাশ্য রাস্তায় তাকে মারধর, কান ধরে উঠবস এবং থুতু ছাড়তে বাধ্য করা হয়।

আরও পড়ুন:দিল্লির পার্লামেন্টে করোনার থাবা, আক্রান্ত চারশোর অধিক স্টাফ

শুক্রবার ঝাড়খণ্ডের ধানবাদের এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়াতেই সাড়া পড়ে গিয়েছে। অভিযোগের আঙুল কয়েকজন বিজেপি সমর্থকের দিকে। তবে প্রত্যক্ষদর্শীদের একাংশ এও জানাচ্ছেন, বিজেপি সাংসদ পি এন সিং এবং দলের বিধায়ক রাজ সিনহা-সহ একাধিক হেভিওয়েট নেতাদের উপস্থিতিতেই নাকি ঘটনাটি ঘটেছে। এমনকি ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন একজন ট্রাফিক পুলিশও। সাংসদ, বিধায়কদের মতো সরকারি প্রতিনিধিদের নাকের ডগায় এ ধরনের মধ্যযুগীয় আচরণ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version