Friday, August 22, 2025

বিজেপির কীর্তি: মোদির বিরোধিতা করায় ঝাড়খণ্ডে থুতু চাটতে বাধ্য করা হলো যুবককে

Date:

মধ্যযুগীয় আচরণ বললেও কম বলা হয়। গণতান্ত্রিক দেশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির(Narendra Modi) বিরোধিতা করায় প্রকাশ্য রাস্তায় এক যুবককে থুতু চাটতে বাধ্য করল বিজেপির ‘নীতি পুলিশের’ দল। শুধু তাই নয়, কান ধরে উঠবসের পাশাপাশি চুলের মুঠি ধরে চলল দেদার মার ও গালিগালাজ। আর এই সবটাই চলল বিজেপি সাংসদ ও বিধায়কের সামনে। চমকে ওঠার মতো এমনই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের(Jharkhand) ধানবাদে। আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায়(social media) ভাইরাল হতেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পঞ্জাব সফরের সময় ঘটা নিরাপত্তা-সঙ্কট ঘিরে ধানবাদের গান্ধী চকে বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছিলেন বিজেপি সমর্থকেরা। সেখানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড বিজেপির একাধিক শীর্ষ স্থানীয় নেতা-মন্ত্রীও। সেখানেই ওই যুবকের ওপর চড়াও হয় বিজেপি সমর্থকরা। বিজেপির অভিযোগ, ওই বিক্ষোভ সমাবেশের পাশ দিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ঝাড়খণ্ডের বিজেপি প্রধান দীপক প্রকাশের বিরুদ্ধে অসাংবিধানিক বাক্য প্রয়োগ করেন ওই মুসলিম যুবক। যার শাস্তি হিসেবে প্রকাশ্য রাস্তায় তাকে মারধর, কান ধরে উঠবস এবং থুতু ছাড়তে বাধ্য করা হয়।

আরও পড়ুন:দিল্লির পার্লামেন্টে করোনার থাবা, আক্রান্ত চারশোর অধিক স্টাফ

শুক্রবার ঝাড়খণ্ডের ধানবাদের এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়াতেই সাড়া পড়ে গিয়েছে। অভিযোগের আঙুল কয়েকজন বিজেপি সমর্থকের দিকে। তবে প্রত্যক্ষদর্শীদের একাংশ এও জানাচ্ছেন, বিজেপি সাংসদ পি এন সিং এবং দলের বিধায়ক রাজ সিনহা-সহ একাধিক হেভিওয়েট নেতাদের উপস্থিতিতেই নাকি ঘটনাটি ঘটেছে। এমনকি ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন একজন ট্রাফিক পুলিশও। সাংসদ, বিধায়কদের মতো সরকারি প্রতিনিধিদের নাকের ডগায় এ ধরনের মধ্যযুগীয় আচরণ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে।

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version