ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৬৫০ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

🔹সেনসেক্স ৬০,৩৯৫.৬৩ (⬆️ ১.০৯%)

🔹নিফটি ১৮,০০৩.৩০ (⬆️ ১.০৭%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও ওমিক্রন আতঙ্কে সম্প্রতি শেয়ারবাজার বড়সড় ধাক্কা খেলেও সে ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। সোমবার ৬৫০ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১৯০ পয়েন্ট।

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৬৫০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৬৫০.৯৮ পয়েন্ট বা ১.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০,৩৯৫.৬৩। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১৯০.৬০ পয়েন্ট বা ১.০৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৮,০০৩.৩০।

Previous articleSc EastBengal: লাল-হলুদে নতুন বিদেশি, মার্সেলো রিবেইরো ডস স‍্যান্টোসকে লনে সই করাল এসসি ইস্টবেঙ্গল
Next articleTMC Leader Suicide: ‘বন্ধু বিদায়…’, ফেসবুকে পোস্ট করে আত্মঘাতী তৃণমূলকর্মী