Friday, August 22, 2025

দলের কেউ খোঁজ নেয়নি, মুখ্যমন্ত্রীর ফল-মিষ্টি পেয়ে আপ্লুত বিজেপি নেতা

Date:

বড় পদাধিকারী না হলেও তিনি বিজেপির অত্যন্ত পরিচিত মুখ। ভিন রাজ্যে দলের জয়ে কলকাতার মানুষকে কমলা রসগোল্লা খাওয়ানো হোক বা অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে লাড্ডু বিতরণ – তাঁর উজ্জ্বল উপস্থিতি থাকেই।

করোনায় আক্রান্ত হয়ে আপাতত ঘরবন্দি বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়। এখনও নিজের দলের কোনও নেতানেত্রী তাঁর খোঁজখবর নেয়নি। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ফল এবং শুভেচ্ছাবার্তা নিয়ে তাঁর বাড়িতে হাজির কাউন্সিলরের লোকজন। এতে যারপরনাই উচ্ছ্বসিত নারায়ণ। মুখ্যমন্ত্রীর ফলের ডালি ফেসবুকে পোস্ট করে তৃণমূলনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দিলীপ ঘোষের এই অনুগামী।

ফেসবুকে তিনি লিখেছেন , আমাকে এবং আমার পরিবারকে এই উপহার পাঠানোর জন্য দিদি ও দাদা, দু’জনকেই অসংখ্য ধন্যবাদ। নিজের এলাকার তৃণমূল কাউন্সিলর বিজয় উপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- Novak Djokovic: বিরাট স্বস্তি জোকোভিচের, অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে বাধা নেই জোকারের

নারায়ণবাবু বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর উপহার পেয়ে আমি বিস্মিত এবং অবাক। এই বিপদের দিনে উনি যে আমাদের মতো লোকের কথা মনে রেখেছেন, এটা অভাবনীয় ব্যাপার। প্রকৃত মানুষের কাজ করছেন। বলতে খারাপ লাগছে, আমার দলের কেউ খোঁজ নেয়নি।

৩১ বছর ধরে আমি বিজেপি করেছি। অটলজি আমাকে ব্যক্তিগত ভাবে চিনতেন। প্রত্যেক দিওয়ালিতে শুভেচ্ছাবার্তা পাঠাতেন। মায়ের চিকিৎসার ব্যবস্থাও করে দিয়েছিলেন। কিন্তু বিপদের দিনে আমাকে কেউ মনে রাখেনি।
করোনা আক্রান্তদের বাড়িতে বাড়িতে শুকনো খাবার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলা শাসকদের নির্দেশ দেন মাথাপিছু তিন কেজি করে চাল, দেড় কেজি ডাল, এক কেজি মুড়ি, পাঁচ প্যাকেট বিস্কুট দিয়ে প্যাকেট তৈরি করতে। এদিকে কলকাতাতেও যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের বাড়িতে ফলের ঝুড়ি পাঠাচ্ছে রাজ্য সরকার। এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও ফল ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version