Tuesday, November 11, 2025

বিজেপি ভাঁওতাবাজ, শিলিগুড়িতে তৃণমূলকে সমর্থনের ঘোষণা গোর্খা জনমুক্তি মোর্চার

Date:

‘‘সারা বছর কাজের সময় খুঁজে পাওয়া যায় না। অথচ শিলিগুড়িতে (Siliguri)যেই ভোট এসেছে, বিজেপি (BJP) নেতারা হইহই করে ময়দানে নেমে পড়েছে। গালভরা প্রতিশ্রুতি দিচ্ছে। ওরা ভুলে যাচ্ছে, দার্জিলিং (Darjeeling) জেলার মধ্যেই পাহাড়। সেখানে গত এক দশকের বেশি সময়ে ওরা কী কী মিথ্যা বলেছে। আমরা দেরিতে বুঝেছি বলে ঠকেছি। শিলিগুড়ির মানুষকে এখনই সেটা বুঝতে হবে। এবং বিজেপির থেকে দূরে থাকতে হবে। ভাঁওতাবাজদের থেকে সতর্ক থাকতে হবে।” বক্তা বিমল গুরুংয়ের (Bimal Gurung) দল গোর্খা জনমুক্তি মোর্চার (GJM) সাধারণ সম্পাদক রোশন গিরি (Roshan Giri)।

আরও পড়ুন:পুর এলাকায় ভ্যাকসিন কর্মসূচি কমিশনের, আজ হাইকোর্টে পুরভোটের ভাগ্য নির্ধারণ

একইসঙ্গে আসন্ন শিলিগুড়ি পুরনিগমের ভোটে ৪৭টি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থীদের সমর্থনের ঘোষণা করেছে মোর্চা। শিলিগুড়ির দাগাপুর এলাকায় দলীয় দফতরে কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে এক বৈঠকের পর দলের রোশন গিরি পুরভোটে সমতলের গোর্খাদের তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন করেন।

প্রসঙ্গত, শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ডের মধ্যে কমবেশি সব জায়গাতেই গোর্খা বা নেপালি ভাষাভাষীরা মানুষ থাকেন। বিশেষ করে মাল্লাগুড়ি, জংশন, প্রধাননগর, গুরুং বস্তি, ভানুনগর, দুই মাইল এলাকার বহু ওয়ার্ডে নেপালি ভোটারদের ব্যাপক প্রাধান্য রয়েছে। এই ভোটারদের একটি বড় অংশ সেই সুবাস ঘিসিংয়ের আমল থেকে পাহাড়ের নেতাদের কথায় যে প্রভাবিত হয়, তার প্রমাণ লোকসভা কিংবা বিধানসভা ভোটেও মিলেছে। ফলে গোর্খা জনমুক্তি মোর্চার তৃণমূলকে সমর্থন করার আনুষ্ঠানিক ঘোষণা শিলিগুড়ি পুরভোটে যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য।

Related articles

ভারতের উপর শুল্ক কমাবেন ট্রাম্প! ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে সূচক

ভারতের উপর শুল্কহার কমানোর পক্ষে মার্কিন প্রেসিডেন্ট (America President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার হোয়াইট হাউস (White House)...

এবার কুমারগঞ্জে আত্মঘাতী বৃদ্ধ! SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ

এসআইআর আতঙ্ক পিছু ছাড়ছে না বাংলার মানুষের। তালিকায় নাম না থাকা বা নাম-ঠিকানার ভুলে দেশছাড়া হওয়ার আতঙ্কে জেরবার...

এবার শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল ইসলামাবাদের আদালত চত্বর! মৃত ৯, আহত বহু

সোমবার সন্ধেয় দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের একনম্বর গেটের সামনের সিগনালে শক্তিশালী বিস্ফোরণের রেশের মধ্যেই সিলিন্ডার বিস্ফোরণে (Cylinder...

অন্য পেশা দেখুন মোদি, শাহ পদত্যাগ করুন: স্যোশাল মিডিয়ায় তীব্র আক্রমণ মহুয়ার

দিল্লির বিস্ফোরণ, ৯জনের মৃত্যু। আর পরদিন সকালেই ভুটান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তা নিয়ে...
Exit mobile version