Monday, August 25, 2025

Uttarpradesh Election: ফের ধাক্কা যোগীরাজ্যে , বিজেপি ছাড়লেন ২ মন্ত্রীসহ ৭ বিধায়ক

Date:

যোগী রাজ্যে ফের ধাক্কা গেরুয়া শিবিরের। নির্বাচনের দিন ঘোষণা হতেই যোগীরাজ্যে শুরু হয়েছে দল ছাড়ার হিড়িক। বৃহস্পতিবার দলের বিরুদ্ধে তোপ দেগে গেরুয়া শিবির ছাড়লেন দলিত বিধায়ক মুকেশ বর্মা। এনিয়ে শেষ তিনদিনে সাত জন বিজেপি বিধায়ক দল ছাড়লেন।

আরও পড়ুন:উত্তরপ্রদেশ নির্বাচন: উন্নাও নির্যাতিতার মা সহ ১২৫ প্রার্থীর নাম ঘোষণা প্রিয়াঙ্কা গান্ধীর

বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের শিখোদাবাদ বিধানসভা এলাকার বিধায়ক একটি টুইট করে দলত্যাগের কথা জানান।সেখানে তিনি লেখেন,  “বিজেপি সরকারের পাঁচবছরের মেয়াদে অনগ্রসর ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা ও জনপ্রতিনিধিদের প্রতি একেবারেই নজর দেয়নি। এই সরকারের জমানায় দলিত, অনগ্রসর কৃষক ও বেকাররা চূড়ান্ত অবহেলিত। এই কারণে, আমি ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি।”

মঙ্গলবার যোগী মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর স্বামীপ্রসাদ মৌর্য ইঙ্গিত দিয়েছিলেন, আরও অনেকেই গেরুয়া শিবির ছাড়বেন৷ তাঁর ইঙ্গিতকেই সত্যি করে ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসেন দারা সিং চৌহান। আর দারার পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি ছাড়লেন ৭ বারের দলিত বিধায়ক মুকেশ বর্মা। তিনি বলেন, স্বামী প্রসাদ মৌর্য আমাদের নেতা। তিনি যে সিদ্ধান্তই নেবেন, আমরা সমর্থন করব। আগামী দিনে আরও অনেক নেতা আমাদের সঙ্গে যোগ দেবেন।

আগামী ফেব্রুয়ারির উত্তরপ্রদেশ নির্বাচনের দিকে নজর গোটা দেশের। ভোটের দামামা বেজে গিয়েছে পুরোদস্তুর। সেই পরিস্থিতিতে এতজন নেতার গেরুয়া শিবির ত্যাগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version