গড়িয়াহাট জোড়া খুনের মামলায় ৮৭ দিন পর চার্জশিট পেশ পুলিশের

সাড়া জাগানো গড়িয়াহাট জোড়া খুনের মামলায় প্রায় ৮৭ দিন পর চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ (Gariahat Double Murder Case Update) ৷ ৫০০ পাতার এই চার্জশিটে প্রথমেই নাম রয়েছে মিঠু হালদারের ৷
খুনের ঘটনার তদন্তে নেমে ডায়মন্ডহারবার থেকে বাড়ির পরিচারিকা মিঠু হালদারকে প্রথম গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । মিঠু হালদার-সহ চার্জশিটে নাম রয়েছে বাপি মণ্ডল, জাহির গাজি, সঞ্জয় মণ্ডল, ভিকি হালদার ও শুভঙ্কর মণ্ডলের ।

এই মামলায় ৮০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে ৷২০২১ সালের অক্টোবরে গড়িয়াহাট থানা এলাকার কাকুলিয়া রোডে গলার নলি কাটা অবস্থায় উদ্ধার হয় বাড়ির মালিক সুবীর চাকি এবং তাঁর গাড়িচালক রবীন মণ্ডলের রক্তাক্ত দেহ । সেই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ বাড়ির পরিচারিকা মিঠু হালদারকে প্রথমে গ্রেফতার করে । পরে এই ঘটনায় মূল অভিযুক্ত মিঠুর ছেলে ভিকি হালদারকে মুম্বই থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ।

Previous articleবিরোধীদের মর্যাদা, নারী সুরক্ষায় জোর আসানসোল-চন্দননগরে বামেদের ইশতেহারে
Next articleMunicipal Election: রাজ্যের পুরভোটের ভবিষ্যত কী? শনিবার সিদ্ধান্ত জানাবে কমিশন