Wednesday, November 5, 2025

বিধাননগরে ১০ দিগন্তের ইস্তেহার প্রকাশ: নিকাশি, পানীয় জল সহ এলাকার উন্নয়নে জোর

Date:

কলকাতা পুরনিগমের মতো বিধাননগর পুরনিগমের(bidhannagar corporation) জন্যও ১০ দিগন্তের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস(TMC)। শুক্রবার সল্টলেকের দিশারি ভবনে জেলা নেতৃত্বের উপস্থিতিতে ইস্তেহার প্রকাশিত হল। নিকাশি ও নর্দমা ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, স্বাস্থ্য, সংযুক্ত এলাকার উন্নয়নের মতো বিষয়গুলিতে জোর দেওয়া হয়েছে।

২০১০ থেকে বিধাননগর পুরসভায় ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি তা কর্পোরেশন হয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি বিধানসভা। মূল সল্টলেক, রাজারহাট নিউটাউন, লেকটাউন- কেষ্টপুর- বাগুইহাটি সহ দত্তাবাদ, কুলিপাড়া, পোলেনাইট, মহিষবাথানের মত সংযুক্ত এলাকার সার্বিক উন্নয়নে আরও বেশি করে জোর দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সাংসদ সৌগত রায় ও বিধাননগরের বিধায়ক সুজিত বোস বলেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় কলকাতা পুরভোটের সময় যে নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ মানুষ নির্বিঘ্নে নিজেদের ভোট নিজেরা দেবেন। বিধাননগর পুর নির্বাচনে কোনোরকম অশান্তি হবে না। বিধাননগরবাসী নির্ভয়ে ২২ জানুয়ারি ভোট দেবেন। মানুষের যা রায় দেবে তা মাথা পেতে নেব।

আরও পড়ুন:এবার বাঘের আতঙ্ক পাথর প্রতিমায়, নদীর চরে মিলল টাটকা পায়ের ছাপ

এদিন প্রবীন সাংসদ সৌগত রায়, বিধায়ক সুজিত বোস, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক পার্থ ভৌমিকদের উপস্থিতিতে ১০ দিগন্তের খতিয়ান পড়ে শোনানো হয়। উপস্থিত ছিলেন বিদায়ী পুর প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী, তাপস চ্যাটার্জী সহ ৪১ টি ওয়ার্ডের বেশিরভাগ প্রার্থীই।

Related articles

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...
Exit mobile version