ফের কলকাতা মেট্রোয় (Kolkata Metro) আত্মহত্যার (Suicide) ঘটনা। আজ, শুক্রবার সাতসকালে এসপ্ল্যানেড (Esplanade) স্টেশনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। জানা গিয়েছে, ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এমন ঘটনার জেরে অফিস টাইমে প্রায় একঘন্টা ডাউন লাইনে ব্যাহত হয় কবি সুভাষগামী রেল পরিষেবায়।
আরও পড়ুন:মকর সংক্রান্তিতে ভোর থেকেই গঙ্গাসাগরের সৈকতে জনজোয়ার
সেই সময় এসপ্ল্যানেড স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যে প্রত্যক্ষদর্শীদের জানান, এদিন সকাল ৭.৪৫ মিনিট নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বাকি যাত্রীদের সঙ্গেই দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি। সেই সময় ডাউন লাইনে মেট্রো ঢুকছিল। আচমকাই চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন তিনি। কিছুটা দূরে লাইনের উপরেই ছিটকে পড়েন। দুর্ঘটনার খবর ছুটে আসে উদ্ধারকারী দলকে। ব্যক্তিকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আত্মঘাতী ওই ব্যক্তির নাম, পরিচয় জানা যায়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে রেল পুলিশ ও মেট্রো কর্তৃপক্ষ।
