Monday, November 10, 2025

Mahaswata: মহাশ্বেতা দেবীর জন্মদিনে প্রকাশ্যে ‘মহানন্দা’-র মোশন পোস্টার

Date:

লড়াই ছিল তাঁর জীবন। আদিবাসী-প্রান্তিক মানুষ ছিলেন তাঁর হৃদয়ে। আজ সেই বঙ্গবিভূষণ সাহিত্যিক মহাশ্বেতা দেবীর (Mahasweta Devi) ৯৬তম জন্মদিন। এদিন, তাঁকে অন্যভাবে স্মরণ করলেন পরিচালক অরিন্দম শীল (Arindam Shil)। শুক্রবার, বিকেলেই প্রকাশ্যে এলো তাঁর ছবি ‘মহানন্দা’র (Mahananda) মোশন পোস্টার (Motion Poster)। মহাশ্বেতা দেবীর জীবন নিয়ে তৈরি এ ছবির মোশন পোস্টার নিজের ফেসবুক পেজে পোস্ট করে অরিন্দম লেখেন,

“কখনও তিনি “দ্রৌপদী”, কখনও ” হাজার চুরাশির মা”, কখনও ” অরন্যের অধিকার” নিয়ে লড়াকু! আজ মহাশ্বেতা দেবীর জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ্য তাঁর জীবন আধারিত ছবি ‘মহানন্দা’র মোশন পোস্টার…” ফ্রেন্ডস কমিউনিকেশনের এই ছবিতে মহাশ্বেতা দেবীর চরিত্রে অভিনয় করছেন গার্গী রায়চৌধুরী, বিজন ভট্টাচার্যের ভূমিকায় দেবশঙ্কর হালদার। অন্যান্য চরিত্রে দেখা যাবে ইশা সাহা, অর্ণ মুখোপাধ্যায়কে।

১০০টিরও বেশি উপন্যাস এবং ২০টিরও বেশি ছোটোগল্প সংকলন রচনা করেছেন মহাশ্বেতা। তবে, প্রান্তিক-আদিবাসী মানুষের হয়ে লড়াই ছিল মহাশ্বেতা দেবীর জীবনের অন্যতম লক্ষ্য। শুধু তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নই নয়, আদিবাসী ভাষাকে মর্যাদা দেওয়ার বিষয়েও মহাশ্বেতা দেবীর লড়াই অবিস্মরণীয়।

‘মহানন্দা’র প্রথম লুক প্রকাশ্যে আসতেই সকলে প্রশংসা করেন অভিনেত্রী এবং পরিচালকের। গার্গী রায়চৌধুরীর (Gargi Raychowdhuri) প্রথম লুক চমকে দিয়েছিল সকলকে। ২০২০-তে ‘মহানন্দা’ ছবির ঘোষণা হয়। কিন্তু কোভিড (Covid) পরিস্থিতিতে শ্যুটিং পিছিয়ে যায়। ২০২১-র এপ্রিলে ছবির কিছু অংশ উত্তর কলকাতার একটি বাড়িতে শ্যুট হয়। বাকি ছবির কাজ হয় বাংলার বিভিন্ন প্রান্তে। ছবির মোশন পোস্টার সামনে আসতেই আগ্রহ বেড়েছে দর্শকদের মনে। কবে বড় পর্দায় দেখা যাবে ছবি তারই অপেক্ষায় তাঁরা।

আরও পড়ুন- ভোটের আগে ড্যামেজ কন্ট্রোলে পিছড়েবর্গের র্মীর বাড়িতেমধ্যাহ্নভোজ যোগীর!

 

Related articles

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...
Exit mobile version