Sunday, August 24, 2025

Mahaswata: মহাশ্বেতা দেবীর জন্মদিনে প্রকাশ্যে ‘মহানন্দা’-র মোশন পোস্টার

Date:

লড়াই ছিল তাঁর জীবন। আদিবাসী-প্রান্তিক মানুষ ছিলেন তাঁর হৃদয়ে। আজ সেই বঙ্গবিভূষণ সাহিত্যিক মহাশ্বেতা দেবীর (Mahasweta Devi) ৯৬তম জন্মদিন। এদিন, তাঁকে অন্যভাবে স্মরণ করলেন পরিচালক অরিন্দম শীল (Arindam Shil)। শুক্রবার, বিকেলেই প্রকাশ্যে এলো তাঁর ছবি ‘মহানন্দা’র (Mahananda) মোশন পোস্টার (Motion Poster)। মহাশ্বেতা দেবীর জীবন নিয়ে তৈরি এ ছবির মোশন পোস্টার নিজের ফেসবুক পেজে পোস্ট করে অরিন্দম লেখেন,

“কখনও তিনি “দ্রৌপদী”, কখনও ” হাজার চুরাশির মা”, কখনও ” অরন্যের অধিকার” নিয়ে লড়াকু! আজ মহাশ্বেতা দেবীর জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ্য তাঁর জীবন আধারিত ছবি ‘মহানন্দা’র মোশন পোস্টার…” ফ্রেন্ডস কমিউনিকেশনের এই ছবিতে মহাশ্বেতা দেবীর চরিত্রে অভিনয় করছেন গার্গী রায়চৌধুরী, বিজন ভট্টাচার্যের ভূমিকায় দেবশঙ্কর হালদার। অন্যান্য চরিত্রে দেখা যাবে ইশা সাহা, অর্ণ মুখোপাধ্যায়কে।

১০০টিরও বেশি উপন্যাস এবং ২০টিরও বেশি ছোটোগল্প সংকলন রচনা করেছেন মহাশ্বেতা। তবে, প্রান্তিক-আদিবাসী মানুষের হয়ে লড়াই ছিল মহাশ্বেতা দেবীর জীবনের অন্যতম লক্ষ্য। শুধু তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নই নয়, আদিবাসী ভাষাকে মর্যাদা দেওয়ার বিষয়েও মহাশ্বেতা দেবীর লড়াই অবিস্মরণীয়।

‘মহানন্দা’র প্রথম লুক প্রকাশ্যে আসতেই সকলে প্রশংসা করেন অভিনেত্রী এবং পরিচালকের। গার্গী রায়চৌধুরীর (Gargi Raychowdhuri) প্রথম লুক চমকে দিয়েছিল সকলকে। ২০২০-তে ‘মহানন্দা’ ছবির ঘোষণা হয়। কিন্তু কোভিড (Covid) পরিস্থিতিতে শ্যুটিং পিছিয়ে যায়। ২০২১-র এপ্রিলে ছবির কিছু অংশ উত্তর কলকাতার একটি বাড়িতে শ্যুট হয়। বাকি ছবির কাজ হয় বাংলার বিভিন্ন প্রান্তে। ছবির মোশন পোস্টার সামনে আসতেই আগ্রহ বেড়েছে দর্শকদের মনে। কবে বড় পর্দায় দেখা যাবে ছবি তারই অপেক্ষায় তাঁরা।

আরও পড়ুন- ভোটের আগে ড্যামেজ কন্ট্রোলে পিছড়েবর্গের র্মীর বাড়িতেমধ্যাহ্নভোজ যোগীর!

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version