Tuesday, November 18, 2025

ভোটমুখী ৫ রাজ্যে র‍্যালি, রোড-শোর উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল আরও এক সপ্তাহ

Date:

৫ রাজ্যের নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। করোনা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে এই রাজ্যগুলিতে ১৫ জানুয়ারি পর্যন্ত কোনো রাজনৈতিক দলের(Political Party) প্রকাশ্য জনসভা, রোড শোয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল আগেই। শনিবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনের(Election commission) তরফে। ফলস্বরূপ ২২ জানুয়ারি ২০২২ পর্যন্ত এই রাজ্যগুলিতে কোনরকম রোড শো, পদযাত্রা, বাইক র‍্যালি করা যাবে না।


শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব এবং ভোটমুখী পাঁচ রাজ্যের (গোয়া, মণিপুর, পঞ্জাব, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ) মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিবদের সঙ্গে বৈঠক করে। পরে কমিশনের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, পাঁচ রাজ্যে করোনা মহামারীর পূর্বাভাস, টিকাকরণের অবস্থা এবং টিকাকরণ দ্রুত সম্পন্ন করার মতো বিষয়গুলি নিয়ে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে।

আরও পড়ুন:রাজ্যের পাশে দাঁড়িয়ে প্রজাতন্ত্র দিবসে নেতাজির ট্যাবলোর পক্ষে সওয়াল বিজেপি নেতা চন্দ্র বসুর

নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পাশাপাশি ইন্ডোরে কোনও বৈঠকের ক্ষেত্রে বিধিনিষেধ শিখিল করা হয়েছে। ইন্ডোরে বৈঠকের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০০ জন বা হলের ধারণ ক্ষমতার ৫০ শতাংশ লোক বা সংশ্লিষ্ট রাজ্যের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সর্বোচ্চসীমা মেনে রাজনৈতিক দলগুলি বৈঠকের আয়োজন করতে পারবে। এর পাশাপাশি কমিশনের তরফে জানানো হয়েছে, সমস্ত রাজনৈতিক দলগুলিকে কঠোরভাবে মেনে চলতে হবে আদর্শ আচরণবিধি এবং করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ। রাজনৈতিক দলগুলি আদর্শ আচরণবিধি এবং করোনা সংক্রান্ত বিধিনিষেধ চলছে কিনা, তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকার বা জেলা প্রশাসনকে।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version