Monday, May 19, 2025

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) অনুপস্থিতিতে না কি কাজ করবেন দলের কার্যনির্বাহী সভাপতি। শীঘ্রই এই পদ তৈরি করতে চলেছে তৃণমূল। এই খবরে যখন সংবাদমাধ্যমে ছেয়ে গিয়েছে। তখন সে দাবি নস্যাৎ করলেন তৃণমূলের(TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। নিজের টুইটার হ্যান্ডেল এই গুজবের কথা সম্পূর্ণ খারিজ করে তিনি জানালেন, তৃণমূলের ‘কার্যনির্বাহী সভাপতি পদ’ নিয়ে কিছু সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

এ বিষয়ে টুইট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল লেখেন, “তৃণমূলে কোনও ‘কার্যনির্বাহী সভাপতি’ পদ তৈরি হচ্ছে না। কোনো কোনো সংবাদমাধ্যমে এ সংক্রান্ত যে খবর প্রকাশিত হচ্ছে, তা ভিত্তিহীন। এর আগে দলের তরফে সুখেন্দু শেখর রায় টুইট করে একথা বলেছেন। আজ আবারও বলা হল। দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।”

উল্লেখ্য, ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা ‘আইপ্যাক’ তৃণমূলের সংবিধান রদবদলের কাজ করছে বলে দাবি করেছিল ‘দ্য প্রিন্ট’ সংবাদমাধ্যম। প্রকাশিত খবরে দাবি করা হয়, কার্যনির্বাহী সভাপতি পদের জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম পছন্দ। সংবাদমাধ্যম আরও দাবি করে রাজ্যে তৃণমূল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বার ক্ষমতায় আসার পর গোটা দেশের সংগঠন ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই পরিস্থিতিতে দলের সাংগঠনিক পরিকাঠামোর পুনঃবিন্যাস জরুরি হয়ে পড়েছে যার জেরেই নেওয়া হচ্ছে পদক্ষেপ। তবে এই সংক্রান্ত তথ্য পুরোপুরি ভিত্তিহীন বলে এদিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

Related articles

বিজেপির গুজরাতে মন্ত্রীর ছেলের দুর্নীতির নয়া কীর্তি! একশো দিনের বরাদ্দ টাকা চুরি করে জেলে

একশো দিনের কাজে বাংলা এক নম্বর। তারপরও কুৎসা আর অপপ্রচার চালিয়ে বাংলার বরাদ্দ ও শ্রমিকদের প্রাপ্য বকেয়া বন্ধ...

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে...

ভগবানপুরে অস্ত্র-সহ গ্রেফতার দুই বিজেপি নেতা! চাঞ্চল্য এলাকায় 

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে বন্দুক ও গুলি-সহ দুই বিজেপি নেতার গ্রেফতারিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ধৃতরা হলেন...

টাইম মেশিন থেকে ফেসবুক: ছোটদের মনের গল্প নিয়ে মুক্তি পেল ‘প্রফেসর রে’

ওটিটি আর সিরিজের ভিড়ে কবেই হারিয়ে গিয়েছে গুপি-বাঘা। কার্টুন চ্যানেলেও মন বসে না ছোটদের। মোবাইলের দৌরাত্ম্যে ছোটদের কল্পনাশক্তিও...
Exit mobile version