Wednesday, August 27, 2025

Train Accident: ট্রেন দুর্ঘটনায় মৃত চিরঞ্জিতের দেহ বাড়িতে ফিরতেই ডুকরে কেঁদে উঠলেন মা, শোকস্তব্ধ গোটা গ্রাম

Date:

আর খানিকক্ষণ পরেই বাড়ি। মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন বয়স ২৩এর চিরঞ্জিত বর্মন। কিন্তু তখনও আঁচ করতে পারেননি শেষবারের মতো মায়ের সঙ্গে সুখ-দুঃখের কথা হচ্ছে তাঁর। খোশমেজাজে হাসিঠাট্টা করতে করতেই হঠাৎ বিকট শব্দ। অস্পষ্টভাবে আবারও ‘মা’ শব্দ শুনতে পান চিরঞ্জিতের মা। তারপর আর ছেলের কন্ঠস্বর শুনতে পাননি মা। আর মায়ের ডাকে সারা দেয়নি চিরঞ্জিত। মায়েরও বুঝতে দেরী হয়নি ছেলের অবস্থা। ফোনে ভেসে আসে সেই দুঃসংবাদ। শুক্রবার রাতে  ময়নাগুড়ির রেল দুর্ঘটনায় মৃত চিরঞ্জিত বর্মনের দেহ জলপাইগুড়ি থেকে অ্যাম্বুলেন্সে কোচবিহারের চান্দামারি গ্রামে ফেরে। গ্রামবাসীরা রাস্তার দুধারে দাঁড়িয়ে স্লোগান তোলে চিরঞ্জিত বর্মন অমর রহে।

আরও পড়ুন:Train Accident: সরানো হল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ইঞ্জিন, দুর্ঘটনাস্থল দিয়ে রেল পরিষেবা শুরু

শুক্রবার চিরঞ্জিতের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দিতেই ডুকরে কেঁদে ওঠে তাঁর মা। বৃদ্ধ বাবা-মাকে নিয়ে অভাবের সংসার ছিল চিরঞ্জিতের। বাবা নির্মল বর্মন মানসিক ভাবে অসুস্থ। শয্যাশায়ী। মা ফুলেশ্বরী বিড়ি বাঁধেন। চিরঞ্জিত আগে কোচবিহারে শহরে গিয়ে দিনমজুরের কাজ করত। তবে মাস ছয়েক আগে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে জানতে পারেন, গলব্লাডারে স্টোন হয়েছে। অপারেশনের ধাক্কা প্রায় পঁচিশ হাজার টাকা। সেই টাকার বন্দোবস্ত করতেই বাড়ি ছেড়ে জয়পুরে গিয়েছিলেন চিরঞ্জিত ওখানে অনেক বেশি মজুরি। টাকা জোগাড় হতেই বিকেনের-গুয়াহাটি এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়ি আর ফেরা হল না।গন্তব্য আসার আগেই মায়ের গলার আওয়াজকে সঙ্গী করেই চিরবিদায় নিলেন চিরঞ্জিৎ।

ছেলের মৃতদেহ পেয়েও মা ফুলেশ্বরী এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না বেঁচে নেই তাঁর চিরঞ্জিত। বৃহস্পতিবার রাতেই ছেলের দেহ শনাক্ত করতে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ফুলেশ্বরীকে। একবার ইশারায় ‘হ্যাঁ’ বলে সেই থেকে মুখে খিল দিয়েছেন।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৭ অগাস্ট (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...
Exit mobile version