Tuesday, November 11, 2025

‘সুন্দর ব্যবস্থাপনা’, গঙ্গাসাগরে ডুব দিয়ে মমতার প্রশংসায় উমা ভারতী

Date:

রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে কিন্তু ভাল কাজের প্রশংসা করতে বিন্দুমাত্র কার্পণ্য করেন না বিজেপির(BJP) বরিষ্ঠ নেত্রী উমা ভারতী(Uma Bharati)। সদ্য গঙ্গাসাগরে পুন্যস্নানে এসে রাজ্য সরকারের ব্যবস্থাপনায় খুশি হয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ঢালাও প্রশংসা করলেন তিনি। শুধু তাই নয় এবিষয়ে চিঠি লিখে গঙ্গাসাগর(Gangasagar) ভ্রমণের অভিজ্ঞতার কথা মুখ্যমন্ত্রীকে জানাবেন উমা।

শুক্রবার দুপুরে বাকি সকল পুন্যার্থীদের সঙ্গে গঙ্গাসাগরে পুণ্যস্নান করেন উমা ভারতী। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “২০১৯ সালে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত আমি একটি যাত্রা শুরু করেছিলাম। তবে তার পরের বছর আমার পা ভেঙে যায়। আর তার পরের বছর করোনা পরিস্থিতি তৈরি হয়। তাই আমার সেই যাত্রা অনেকটাই পিছিয়ে গিয়েছে। গঙ্গোত্রী গোমুখ থেকে মা গঙ্গাকে এনে গঙ্গাসাগরে আমি মেলবন্ধন করলাম এবার। আমি খুব আনন্দিত। মা গঙ্গা সকলকে ভাল রাখবেন।” এর পাশাপাশি সংবাদমাধ্যমের তরফে উমাকে প্রশ্ন করা হয় রাজ্যসরকারের ব্যবস্থাপনা কেমন লাগল? উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢালাও প্রশংসা করে উমা বলেন, “দারুণ ব্যবস্থাপনা। আমার খুব ভাল লেগেছে।” শীঘ্রই এবিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি লিখবেন বলেও জানান।

আরও পড়ুন:বিজেপি-র বৈঠকের আগেই পোস্টারে সরগরম পোর্ট ট্রাস্ট গেস্ট হাউস চত্বর

উল্লেখ্য, করোনা পরিস্থিতির মাঝে শর্তসাপেক্ষে এবার গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। কড়াভাবে এবার গঙ্গাসাগরে পালিত হচ্ছে কোভিড বিধি। ফলস্বরুপ অন্যান্যবারের তুলনায় এবার কার্যত ফাঁকা গঙ্গাসাগর। বেসিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে ই-স্নানের উপর জোর দিয়েছে মানুষ। এ বিষয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ” এবার গঙ্গাসাগরে ই স্নান করেছেন ২৭৮৭৮০ মানুষ, ই দর্শন ২ কোটি ৭৮ হাজার মানুষ, ই পুজো ১ লক্ষ ৬৩৬২ জন আবেদন করেছেন। দুবাই, লন্ডন ও আমেরিকা থেকেও বহু মানুষ ই স্নানের জন্য আবেদন করেন।

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...
Exit mobile version