Wednesday, August 27, 2025

‘সুন্দর ব্যবস্থাপনা’, গঙ্গাসাগরে ডুব দিয়ে মমতার প্রশংসায় উমা ভারতী

Date:

রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে কিন্তু ভাল কাজের প্রশংসা করতে বিন্দুমাত্র কার্পণ্য করেন না বিজেপির(BJP) বরিষ্ঠ নেত্রী উমা ভারতী(Uma Bharati)। সদ্য গঙ্গাসাগরে পুন্যস্নানে এসে রাজ্য সরকারের ব্যবস্থাপনায় খুশি হয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ঢালাও প্রশংসা করলেন তিনি। শুধু তাই নয় এবিষয়ে চিঠি লিখে গঙ্গাসাগর(Gangasagar) ভ্রমণের অভিজ্ঞতার কথা মুখ্যমন্ত্রীকে জানাবেন উমা।

শুক্রবার দুপুরে বাকি সকল পুন্যার্থীদের সঙ্গে গঙ্গাসাগরে পুণ্যস্নান করেন উমা ভারতী। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “২০১৯ সালে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত আমি একটি যাত্রা শুরু করেছিলাম। তবে তার পরের বছর আমার পা ভেঙে যায়। আর তার পরের বছর করোনা পরিস্থিতি তৈরি হয়। তাই আমার সেই যাত্রা অনেকটাই পিছিয়ে গিয়েছে। গঙ্গোত্রী গোমুখ থেকে মা গঙ্গাকে এনে গঙ্গাসাগরে আমি মেলবন্ধন করলাম এবার। আমি খুব আনন্দিত। মা গঙ্গা সকলকে ভাল রাখবেন।” এর পাশাপাশি সংবাদমাধ্যমের তরফে উমাকে প্রশ্ন করা হয় রাজ্যসরকারের ব্যবস্থাপনা কেমন লাগল? উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢালাও প্রশংসা করে উমা বলেন, “দারুণ ব্যবস্থাপনা। আমার খুব ভাল লেগেছে।” শীঘ্রই এবিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি লিখবেন বলেও জানান।

আরও পড়ুন:বিজেপি-র বৈঠকের আগেই পোস্টারে সরগরম পোর্ট ট্রাস্ট গেস্ট হাউস চত্বর

উল্লেখ্য, করোনা পরিস্থিতির মাঝে শর্তসাপেক্ষে এবার গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। কড়াভাবে এবার গঙ্গাসাগরে পালিত হচ্ছে কোভিড বিধি। ফলস্বরুপ অন্যান্যবারের তুলনায় এবার কার্যত ফাঁকা গঙ্গাসাগর। বেসিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে ই-স্নানের উপর জোর দিয়েছে মানুষ। এ বিষয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ” এবার গঙ্গাসাগরে ই স্নান করেছেন ২৭৮৭৮০ মানুষ, ই দর্শন ২ কোটি ৭৮ হাজার মানুষ, ই পুজো ১ লক্ষ ৬৩৬২ জন আবেদন করেছেন। দুবাই, লন্ডন ও আমেরিকা থেকেও বহু মানুষ ই স্নানের জন্য আবেদন করেন।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version