Tuesday, August 12, 2025

ভোটমুখী উত্তরপ্রদেশে প্রায় ডজন খানেক বিজেপি বিধায়ক পদত্যাগ করেছেন। এবার শিরোনামে দারা সিং। মন্ত্রিসভা থেকে আগেই পদত্যাগ করেছিলেন ।আজ, রবিবার বিজেপি ছেড়ে অখিলেশ যাদবের (Akhilesh Yadav)উপস্থিতিতে যোগী সরকারের প্রাক্তন মন্ত্রী যোগ দিলেন সমাজবাদী পার্টিতে। সূত্রের খবর, তিনজন মন্ত্রী সহ প্রায় এক ডজন প্রাক্তন বিজেপি বিধায়ক আগামী মাসের নির্বাচনের আগেই দলত্যাগ করবেন।
ইতিমধ্যেই আপনা দলের বিধায়ক আর কে ভার্মা, যার দল কিনা বিজেপির সাথে জোটবদ্ধ, তিনিও আজ সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। এদিন অখিলেশ যাদব (Akhilesh Yadav),  দারা সিং চৌহান ও আর কে ভর্মাকে স্বাগত জানানোর পাশাপাশি গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন। অখিলেশ বলেন, “এই লড়াই দিল্লি ও লখনউয়ের ডবল ইঞ্জিন সরকারের সঙ্গে। ওরা (বিজেপি) কেবল বিভেদের রাজনীতি করেছে, আমাদের পাখির চোখ উন্নয়নের রাজনীতি।”

আরও পড়ুন – CAA লাগুর দাবিতে জোরালো আন্দোলনের পথে? ‘বিদ্রোহী’ শান্তনুর বৈঠক ঘিরে জল্পনা 

উল্লেখ্য, দারা সিং চৌহান উত্তরপ্রদেশে দলিত তথা পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রভাবশালী নেতা। লোকসভা ও রাজ্যসভার সদস্যও ছিলেন তিনি। পদত্যাগের সময় যোগী (Yogi Adityanath) সরকারের পরিবেশ ও বন দপ্তরের মন্ত্রী ছিলেন। এদিন নতুন দলে যোগ দেওয়ার পর প্রাক্তন মন্ত্রী বলেন, “সমাজের যাঁরা পিছিয়ে পড়া মানুষ, তাঁদের প্রতি এই সরকারের মনোভাব আমাকে দুঃখ দিয়েছে।”
অন্যদিকে আবার রাজনীতির পালাবদলের মঞ্চে অপর্ণা যাদব ! মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) পুত্রবধূ এবার পদ্ম শিবিরে যোগ দিতে পারেন বলেই খবর। উত্তরপ্রদেশে একের পর এক দলত্যাগের মধ্যেই নয়া ইনিংস বিজেপির। এবার বিজেপিতে যোগ দিচ্ছেন মুলায়মের ‘ছোটি বহু’। কিছুদিন আগেই উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা বিভিন্ন নেতৃত্ব যোগী শিবির ছেড়ে অখিলেশ যাদবের দলে।সূত্রের খবর, সমাজবাদী পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেবেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী, অপর্ণা যাদব।

প্রসঙ্গত, অপর্ণা যাদব বরাবরই সমাজবাদী পার্টির অস্বস্তির কারণ। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির (Samajwadi Party) টিকিটে ভোটে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি। কিন্তু জিততে পারেননি। বিজেপি নেত্রী রীতা বহুগুণা যোশীর কাছে হেরে যান।
এরপর থেকেই অন্দরে ভাঙন বাড়তে থাকে। এরপর এনআরসি, রাম মন্দির ইস্যু তে বিজেপি কে সমর্থন করেন অপর্ণা। প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করেছেন তিনি বারবার । ২০২২ ভোটের আগে তাঁর বিজেপিতে যাওয়ার জল্পনা ছিলই। সূত্রের খবর, এই সেই জল্পনাই সত্যি হতে চলেছে। সপা ছেড়ে বিজেপিতেই নাম লেখাতে চলেছেন অপর্ণা।

Related articles

বিরোধীদের আন্দোলনে দিশাহারা: বিজেপির কুৎসার জবাব দিলেন কল্যাণ

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে সমগ্র দেশের শক্তি দেখেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রের মোদি সরকার। যেভাবে পুলিশি বাধা অতিক্রম...

শুধু IC-OC নন, জেলা প্রশাসনের শীর্ষ কর্তারাও সরাসরি আইন-শৃঙ্খলার দায়িত্ব নিন: নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যে একের পর এক খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে ‘আমাদের পাড়া...

আগামী সোমবার মন্ত্রীসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

আগামী সোমবার ১৮ অগস্ট ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)...

ট্রাম্পের ট্যারিফে কী পর্যায়ে ভারতের বাণিজ্যচুক্তি? অভিষেকের প্রশ্নের জবাবে জানাল কেন্দ্র

ভারতের উপরে দুই ধাপে মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা (America)। ট্রাম্পের ট্যারিফ চাপানো নিয়ে উত্তাল দেশ। ধাক্কা...
Exit mobile version