Saturday, November 1, 2025

বিরোধীদের আন্দোলনে দিশাহারা: বিজেপির কুৎসার জবাব দিলেন কল্যাণ

Date:

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে সমগ্র দেশের শক্তি দেখেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রের মোদি সরকার। যেভাবে পুলিশি বাধা অতিক্রম করে নির্বাচন কমিশন দফতরের দিকে এগিয়ে গিয়েছিলেন বিরোধী সাংসদরা, তা ঘুম উড়িয়েছিল দিল্লি পুলিশের (Delhi Police)। সেই সম্মিলিত আন্দোলনকে ছোট করে দেখাতেই কুকথা ও কুৎসার রাজনীতিতে নেমেছে বিজেপি। অন্যান্য বিভিন্ন কুৎসার পাশাপাশি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের (Kalyan Banerjee) অনুপস্থিতি নিয়ে বিভেদের রাজনীতির চেষ্টা চালায় বিজেপি নেতারা। সেখানেই বিজেপি নেতাদের কুৎসাকে কড়া জবাব দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সোমবার যে সময়ে বিরোধী সাংসদরা দিল্লির সংসদ ভবন চত্বরের বাইরে আন্দোলনে ছিলেন, সেই সময়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দুটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে। ফলে তাঁকে বিরোধীদের আন্দোলনে দেখা যায়নি। আর বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) সেই অনুপস্থিতি নিয়ে নির্লজ্জ কুৎসায় নামেন। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে মহুয়া মৈত্রর অভিনয়ের কাছে হেরে গেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহুয়া দুর্দান্ত অভিনয় করেছেন, মেডেল পাওয়ার মত।

মহুয়া ও কল্য়াণের সাম্প্রতিক বাগযুদ্ধের প্রসঙ্গ নিয়ে এই আক্রমণের জবাব দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় স্পষ্ট জানান, সোমবার সকাল ১০.৩০ টার মধ্যে তিনি সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলেন। সেখানে এসআইআর নিয়ে রাজ্যের নতুন দায়ের কার মামলা পেশ করেছেন। সেই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওবিসি মামলার (OBC case) শুনানিতেও তাঁকে উপস্থিত থাকতে হয়। তাই বিরোধীদের আন্দোলনে তিনি কেন উপস্থিত ছিলেন না তার জন্য় জবাবাদিহি তিনি কারো কাছে দেবেন না।

সেই সঙ্গে সোমবারই সাংসদদের জন্য তৈরি আবাসনের উদ্বোধনে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির পাশে উপস্থিত থাকতে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়কে। সেখানে প্রধানমন্ত্রী কুশল বিনিময়ের সময়ে তাঁর নাম নিয়ে রসিকতা করেন। এরপরই রটানো হয়, তৃণমূল ছেড়ে কল্যাণের বিজেপি যোগের তত্ত্বও। সেই প্রসঙ্গেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার স্পষ্ট করে দেন, তিনি পার্লামেন্টের হাউস কমিটির সদস্য। সেই কমিটি থেকেই দীর্ঘ চেষ্টার পরে সাংসদদের জন্য আবাসনটি তৈরি হয়। ফলে সেই আবাসনের উদ্বোধনে সকাল ১০টায় সৌজন্য বশত তিনি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সেপ্টেম্বরের শুরুতে সুপ্রিম কোর্টে ওবিসি শুনানি: আশ্বাস প্রধান বিচারপতির

নিন্দুক ও কুৎসাকারীদের উপযুক্ত জবাব দিয়ে কল্যাণ (Kalyan Banerjee) দাবি করেন, আমি জানি অনেকেই আমার ভুল ধরতে ব্যস্ত থাকে। ওদের চেষ্টা করতে দিন। অনেক চেষ্টার পরেও গত লোকসভা নির্বাচনে ১ লক্ষ ৭৫ হাজার ভোটে জিতেছি। ভাই, আমার নিজস্ব বিশ্বাস, সততা ও নিষ্ঠা আছে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রতি আমার দায়বদ্ধতা প্রশ্নাতীত ছিল ও একইভাবে থাকবে।

Related articles

ভারতের শক্তি ব্যাটিং, দুর্বলতা ফিল্ডিংয়ে, পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকাও

আগামীকাল মহিলাদের একদিনের বিশ্বকাপের মেগা ফাইনাল। প্রথমবার বিশ্বকাপ জয়ের হাতছানি দুই দলের সামনে। শক্তির নিরিখে এগিয়ে কারা? তুলে...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২১৫৫ ₹ ১২১৫৫০ ₹ খুচরো পাকা সোনা ১২২১৫...

স্কুলের পরে করুন SIR ডিউটি! কমিশনের হঠকারিতায় বিক্ষোভে BLO-রা

আশঙ্কাকে সত্যি করে তড়িঘড়ি দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। এই ঘোষণা যে কতটা অপরিকল্পিত তা...

SIR ঘোষণার পরে মৃত্যুমিছিল, পথে নেমে প্রতিবাদে মমতা-অভিষেক

মঙ্গলবারই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য দুজনের প্রাণহানি হয়েছে। আরও একজন আত্মহত্যার চেষ্টা...
Exit mobile version