Saturday, May 3, 2025

মমতার দেখানো পথে তামিলনাড়ুর ট্যাবলো বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি স্ট্যালিনের

Date:

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্যের ট্যাবলো (Tabloid) বাতিল করাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। আজ মঙ্গলবার রাজনাথ সিং রাজ্যকে চিঠি দিয়ে বাদ দেওয়ার সাফাই দিয়েছেন।
এ রাজ্যের মতো এবার একই পথে হাঁটেলন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠান থেকে বাতিল করা হয়েছে তামিলনাড়ুর ট্যাবলো (Tabloid)।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সে রাজ্যের কবি, অতীতের প্রশাসক এবং স্বাধীনতা সংগ্রামীদের অবদান নিয়ে ট্যাবলো তৈরি করা হয়েছে। ট্যাবলোর মূল বিষয় ছিল, স্বাধীনতা আন্দোলনে তামিলনাড়ুর ভূমিকা। সেটি প্রজাতন্ত্র দিবসে অন্তর্ভুক্তি না করা অত্যন্ত দুঃখজনক।

আরও পড়ুন – বক্তৃতার মাঝেই বন্ধ টেলিপ্রম্পটার, থামলেন প্রধানমন্ত্রী মোদি, হৈ চৈ শুরু সোশ্যাল মিডিয়ায় 

ট্যাবলো (Tabloid) বাদ দেওয়াকে কেন্দ্র করে বিজেপি বিরোধী দলগুলি ইতিমধ্যে কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে চিঠি পাঠিয়েছেন তিনি। পাশাপাশি সোমবার সকালে ট্যাবলো বাতিলের সিদ্ধান্তের বিরোধীতা করে টুইট করেন বিজেপি নেতা তথাগত রায়ও।

তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আবেদন, প্রজাতন্ত্র দিবসের উৎসবে অংশ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের ট্যাবলোকে অনুমতি দেওয়া হোক। এই ট্যাবলোতে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা উল্লেখ করা হয়েছে। নেতাজির সংগঠন আইএনএ ব্রিটিশদের বিশ্বাসকে টলিয়ে দিয়েছিল। সেই কারণেই দ্রুত দেশ ছাড়তে বাধ্য হয়েছিল ব্রিটিশরা।’
অন্যদিকে তথাগত রায়ের বক্তব্যের পাল্টা কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, মাঝে মাঝে বেশ কিছু অসংলগ্ন, ভুল কথা বললেও নোট ও নটীর বিনিময়ে টিকিট, কামিনী কাঞ্চন, দলের অন্তর্দ্বন্দ্ব, ব্যর্থ দল পরিচালনা প্রভৃতি বঙ্গ বিজেপির কঙ্কালসার চেহারা তুলে ধরেছেন অনেকবার। আজও বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে সরব হয়েছেন। এই শুভ বুদ্ধি নিয়ে ভালো থাকবেন।

ট্যাবলো বাতিলকে কেন্দ্র করে রাজনৈতিক দ্বন্ধ এখন তুঙ্গে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু অ-বিজেপি শাসিত রাজ্য হওয়ার জন্যই কী এই দুই রাজ্যের ট্যাবলো বাতিল করল কেন্দ্র? অন্যদিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে, দিল্লিত কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলার যে ট্যাবলো বাতিল হয়েছে সেটি রেড রোডে প্রজাতন্ত্র দিবসে প্রদর্শিত হবে।

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version