Thursday, August 28, 2025

Weather Forecast:মাঘের শুরুতেই কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্যবাসী, সপ্তাহান্তেই ফের বৃষ্টির পূর্বাভাস

Date:

গত কয়েকদিন ধরেই ভালোই ব্যাটিং চালাচ্ছে শীত। লাফিয়ে নামছে তাপমাত্রার পারদ। মাঘের শুরুতেই জাঁকিয়ে শীতের আমেজ ফিরে পেতে আশার আলো দেখছে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে মঙ্গলবার রোদ ঝলমল পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:Chief Minister: রাজনৈতিক সৌজন্য: জ্যোতি বসুর মৃত্যুদিনে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই নামছে তাপমাত্রার পারদ। বৃষ্টি শেষে শীতের আমেজ ভালোই উপভোগ করছেন রাজ্যবাসী। তবে ফের শীতের কাঁটা হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ। এই জোড়া ফলায় ফের শুক্রবার থেকে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে পসার জমিয়েছে শীত। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় তাপমাত্রা পারদ অনেকটাই নেমেছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি, দিঘার মতো উপকূলীয় এলাকাতেও হাড়কাঁপান ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে। শীতে কাঁপছে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলি।

তাপমাত্রা নামছে উত্তরবঙ্গেও। পাহাড়ি এলাকাগুলিতে তো এ সময়ে কনকনে ঠান্ডাই স্বাভাবিক। ক’দিন আগে তরাই-ডুয়ার্সের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা কিছু়টা বেড়েছিল। সেখানেও নিম্নমুখী পারদ। এ দিন শিলিগুড়ির তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রি ছুঁয়েছে। মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারও ৮-৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version