Sunday, November 9, 2025

বিমান সংস্থাগুলির তরফে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হল আমেরিকায়৷৫জি সি ব্যান্ড পরিষেবায় বিমান চলাচলে সমস্যা হতে পারে৷ অবিলম্বে দেশের বিমান পরিষেবা দফতর দ্রুত হস্তক্ষেপ করুক, এমনটাই আবেদন জানানো হয়েছে । বুধবার থেকে আমেরিকায় যে ৫জি সি ব্যান্ড পরিষেবা চালু হওয়ার কথা ছিল তা পিছিয়ে গিয়েছে৷ একই আপত্তি আগেই দেখা গিয়েছে ভারতে ৷

‘এয়ারলাইন্স অফ আমেরিকা’র অধীনে আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, আলাস্কা এয়ার, ইউনাইটেড এয়ারলাইন্স, জেট ব্লু এয়ারওয়েজ, ফেডএক্স এক্সপ্রেস, সাউথইস্ট এয়ারলাইন্স-সহ বহু প্রথম সারির উড়ান সংস্থাগুলি রয়েছে৷ তারা আপত্তি জানিয়েছে আমেরিকান সরকারের কাছে৷ বলা হয়েছে, ৫জি জরুরি ভিত্তিতেই দেশের সর্বত্র চালু হোক ১৯ জানুয়ারি।

তারা জানিয়েছে,শুধুমাত্র বিমানবন্দরের রানওয়ের থেকে কমপক্ষে ২ মাইল (৩.২ কিমি) এলাকা বাদ রেখে৷ কারণ, ৫জি পরিষেবার ফলে ক্ষতি হতে পারে উড়ান শিল্প, পর্যটক, সরবরবার চেইন, টিকা বণ্টন, কর্মপ্রণালী ও বৃহত্তর অর্থনীতি।’ যদিও আগেই মার্কিন প্রশাসনের তরফে ন‌িশ্চিত করা হয় যে, দেশের ৫০টি বিমানবন্দরে বাফার জোন তৈরি করা হয়েছে। তারপরও উড়ান সংস্থাগুলি নিশ্চিত হতে পারেনি৷ তাই,  ক্রমশই উদ্বেগ বাড়ছে।

এরআগে ভারতে বিমানের উড়ান পরিষেবা বনাম ৫জি বিতর্ক ছড়ায়। ৪ জানুয়ারি ভারতীয় বিমানচালক সংগঠন ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস’ কেন্দ্রীয় বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে চিঠি লেখে৷ চিঠিতে সংগঠনের সভাপতি সুরিন্দর মেহতা জানান, ট্রাই ও ডিজিসিএ একসঙ্গে পরিকল্পনা করে দেশে সি ব্যান্ড ৫জি মোবাইল পরিষেবা শুরু করুক। কারণ, বিমান সুরক্ষা প্রণালীর সঙ্গে  রেডিয়ো অল্টিমিটারের সঙ্গে ৫জি সিগন্যাল ইন্টারফেয়ারেন্সের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত৷

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version