আগামী ২৩ জানুয়ারির মধ্যেই শিখর ছোঁওয়ার সম্ভাবনা করোনার তৃতীয় ঢেউয়ের। সাম্প্রতিক গবেষণায় এই তথ্যই মিলেছে।
আইআইটি কানপুরের গবেষকরা জানিয়েছেন, চলতি
আরও পড়ুন- Weather Forecast:বাউন্সার সামলে স্লগ ওভারে ভালোই ব্যাটিং চালাচ্ছে শীত
মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল দু’ লাখ ৩৮ হাজার ১৮। কিন্তু বুধবার একলাফে অনেকটা বাড়ল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন দু’ লাখ ৮২ হাজার ৯৭০ জন। দেশে কোভিড মৃত্যুর সংখ্যা ৪৪১।
এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৩১ হাজার। পজিটিভিটির হার ১৫.১৩ শতাংশ। শেষ পাওয়া
খবর অনুযায়ী, দেশে দৈনিক Omicron আক্রান্তের সংখ্যা আট হাজার ৯৬১। মঙ্গলবারের তুলনায় Omicron আক্রান্তের সংখ্যা প্রায় ০.৭৯ শতাংশ বেড়েছে এদিন।