Sunday, May 4, 2025

পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই তাপমাত্রার পারদ ক্রমেই নামছে। হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে জেলাগুলি। মাঘের শুরুতেই জমিয়ে শীত উপভোগ করছেন রাজ্যবাসী। আজও শীতের দাপট অব্যাহত। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ফের রাজ্যজুড়ে বৃষ্টির ভ্রুকুটি দেখা যাবে।শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন:Ajoy Chakraborty: ’পদ্মভূষণ’-এ সম্মানিত হলেন পন্ডিত অজয় চক্রবর্তী

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  প্রধানত পরিষ্কার-শুষ্ক আবহাওয়া থাকবে। তবে সোম-মঙ্গলবার গোটা রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস বলছে, সপ্তাহান্তে আবহাওয়ার অবনতি শুরু হবে । অর্থাৎ শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার ক্ষেত্রে আগামী চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতায় ২১ ও ২২ তারিখ আংশিক মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪৮ ঘণ্টা শুষ্ক আবহাওয়া থাকবে। ২০ তারিখ দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২১ ও ২২ তারিখ উত্তরের ৫ জেলা দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। তবে ২৩ ও ২৪ তারিখ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির কারণ হল পশ্চিমী ঝঞ্ঝার জন্য হাওয়ার গতিপথ পরিবর্তন আর তার সাথে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়া।

পশ্চিমী ঝঞ্ঝার হানায় উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্সের জেলাগুলিতেও সম্প্রতি রাতের তাপমাত্রা তরতরিয়ে অনেকটা বেড়ে গিয়েছিল। তবে সেই ঝঞ্ঝার প্রভাব কেটে যেতেই পারদ ফের নেমে গিয়েছে। এ দিন শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি। কোচবিহার এবং জলপাইগুড়ির তাপমাত্রা নেমেছে যথাক্রমে ৮.৬ এবং ৯.৪ ডিগ্রিতে। পুরুলিয়ার রাতের তাপমাত্রা ফের সাড়ে ৮ ডিগ্রি ছুঁয়েছে। শ্রীনিকেতন, আসানসোল, পানাগড়ের তাপমাত্রা ১০-১১ ডিগ্রির মধ্যে আছে।

Related articles

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...

সোমে দু দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা সুতিতে 

দিঘা সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য এবার মুর্শিদাবাদ। দু-দিনের সফরে সোমবার তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। ওইদিন তিনি প্রথমে...
Exit mobile version