Monday, May 5, 2025

টেনিসকে বিদায় জানাতে চলেছেন সানিয়া মির্জা, অস্ট্রেলিয়ান ওপেনে হারের পর ঘোষণা টেনিস সুন্দরীর

Date:

এই বছরেই আন্তর্জাতিক টেনিস থেকে অবসর নিতে চলেছেন সানিয়া মির্জা ( Sania Mirza)। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনে ( Australian Open) ডাবলসে পরাজয়ের পরে এমনটাই ঘোষণা করলেন তিনি। যার ফলে এই বছরই শেষ বারের মতো কোর্টে দেখা যেতে চলেছে তাঁকে।

বুধবার ইউক্রেনের সঙ্গী নাদিয়া কিচনোককে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে নামেন সানিয়া। কিন্তু প্রতিপক্ষ স্লোভেনিয়ার তামারা জিদানসেক এবং কাজা জুভানের কাছে এক ঘন্টা ৩৭ মিনিটে লড়াইয়ে হার মানেন তিনি। এরপরই টেনিস কোর্টকে আলবিদা জানানোর কথা ঘোষণা করেন ভারতীয় টেনিস সুন্দরী।

এদিন ম‍্যাচ শেষে সানিয়া মির্জা বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি এটাই হবে আমার শেষ মরশুম। আমি এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে খেলছি। পুরো মরশুম খেলতে পারব কিনা জানি না। তবে আমি পুরো মরশুমেই থাকতে চাই।”

গত বছরই টেনিস কোর্টে প্রত্যাবর্তন করেছিলেন সানিয়া মির্জা। মা হওয়ার পর প্রায় দুই বছর খেলাধুলা থেকে দূরে ছিলেন ভারতীয় টেনিস সুন্দরী। কিন্ত প্রত্যাবর্তন করলেও প্রত‍্যাবর্তন মনের মত হল না তার। সেই কারণেই টেনিস থেকে অবসর নিতে চলেছেন সানিয়া মির্জা।

সানিয়া মির্জা ভারতের সবচেয়ে সফল মহিলা টেনিস খেলোয়াড়। তিনি কেরিয়ারে সিঙ্গেলসে সর্বোচ্চ ২৭ তম র‌্যাঙ্কে পৌঁছেছিলেন। আর প্রায় ৯১ সপ্তাহ ধরে ডাবলসে এক নম্বরে ছিলেন। মহিলাদের ডাবলসে এক নম্বর র‌্যাঙ্কিংয়ে উঠেছেন তিনি। কেরিয়ারে ছয়টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। এর মধ্যে তিনটি শিরোপা জিতেছে মহিলাদের ডাবলসে এবং তিনটি মিক্সড ডাবলসে। এছাড়াও এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও পদক রয়েছে তাঁর।

২০১৮ সালে ছেলের জন্মের পর টেনিস কোর্ট থেকে দূরে ছিলেন সানিয়া মির্জা। এরপর দু’বছর পর ফিরে আসেন। তার প্রত্যাবর্তনের পর, তিনি ইউক্রেনের নাদিয়া কিচেনোকের সাথে হোবার্ট ইন্টারন্যাশনাল-এ মহিলাদের ডাবলসের শিরোপা জিতেছিলেন। এর পরে তিনি টোকিও অলিম্পিক্স ২০২০-তেও খেলেছিলেন।

আরও পড়ুন:Mohammedan Sporting: করোনার ভীতি কাটিয়ে ফের অনুশীলনে নামতে চলেছে সাদা-কালো ব্রিগেড

Related articles

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...

ভালোবাসার অসাধারণ দৃষ্টান্ত হাওড়ায়! মৃত প্রেমিকাকে বিয়ে করে নজির গড়লেন সাগর

ভালোবাসার এমন পরিণতি খুব কমই দেখা যায়। প্রেমিকা প্রাণ ত্যাগ করেছেন আগেই, কিন্তু প্রেমিক তাঁর শেষ ইচ্ছেকে পূরণ...
Exit mobile version