Sunday, November 9, 2025

টেনিসকে বিদায় জানাতে চলেছেন সানিয়া মির্জা, অস্ট্রেলিয়ান ওপেনে হারের পর ঘোষণা টেনিস সুন্দরীর

Date:

এই বছরেই আন্তর্জাতিক টেনিস থেকে অবসর নিতে চলেছেন সানিয়া মির্জা ( Sania Mirza)। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনে ( Australian Open) ডাবলসে পরাজয়ের পরে এমনটাই ঘোষণা করলেন তিনি। যার ফলে এই বছরই শেষ বারের মতো কোর্টে দেখা যেতে চলেছে তাঁকে।

বুধবার ইউক্রেনের সঙ্গী নাদিয়া কিচনোককে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে নামেন সানিয়া। কিন্তু প্রতিপক্ষ স্লোভেনিয়ার তামারা জিদানসেক এবং কাজা জুভানের কাছে এক ঘন্টা ৩৭ মিনিটে লড়াইয়ে হার মানেন তিনি। এরপরই টেনিস কোর্টকে আলবিদা জানানোর কথা ঘোষণা করেন ভারতীয় টেনিস সুন্দরী।

এদিন ম‍্যাচ শেষে সানিয়া মির্জা বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি এটাই হবে আমার শেষ মরশুম। আমি এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে খেলছি। পুরো মরশুম খেলতে পারব কিনা জানি না। তবে আমি পুরো মরশুমেই থাকতে চাই।”

গত বছরই টেনিস কোর্টে প্রত্যাবর্তন করেছিলেন সানিয়া মির্জা। মা হওয়ার পর প্রায় দুই বছর খেলাধুলা থেকে দূরে ছিলেন ভারতীয় টেনিস সুন্দরী। কিন্ত প্রত্যাবর্তন করলেও প্রত‍্যাবর্তন মনের মত হল না তার। সেই কারণেই টেনিস থেকে অবসর নিতে চলেছেন সানিয়া মির্জা।

সানিয়া মির্জা ভারতের সবচেয়ে সফল মহিলা টেনিস খেলোয়াড়। তিনি কেরিয়ারে সিঙ্গেলসে সর্বোচ্চ ২৭ তম র‌্যাঙ্কে পৌঁছেছিলেন। আর প্রায় ৯১ সপ্তাহ ধরে ডাবলসে এক নম্বরে ছিলেন। মহিলাদের ডাবলসে এক নম্বর র‌্যাঙ্কিংয়ে উঠেছেন তিনি। কেরিয়ারে ছয়টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। এর মধ্যে তিনটি শিরোপা জিতেছে মহিলাদের ডাবলসে এবং তিনটি মিক্সড ডাবলসে। এছাড়াও এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও পদক রয়েছে তাঁর।

২০১৮ সালে ছেলের জন্মের পর টেনিস কোর্ট থেকে দূরে ছিলেন সানিয়া মির্জা। এরপর দু’বছর পর ফিরে আসেন। তার প্রত্যাবর্তনের পর, তিনি ইউক্রেনের নাদিয়া কিচেনোকের সাথে হোবার্ট ইন্টারন্যাশনাল-এ মহিলাদের ডাবলসের শিরোপা জিতেছিলেন। এর পরে তিনি টোকিও অলিম্পিক্স ২০২০-তেও খেলেছিলেন।

আরও পড়ুন:Mohammedan Sporting: করোনার ভীতি কাটিয়ে ফের অনুশীলনে নামতে চলেছে সাদা-কালো ব্রিগেড

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version