Sunday, August 24, 2025

Covid Vaccine: এবার থেকে ওষুধের দোকানেই মিলবে কোভিশিল্ড-কোভ্যাক্সিন, অনুমতি বিশেষজ্ঞ কমিটির

Date:

এবার থেকে টিকা নিতে আর যেতে হবে না টিকাকেন্দ্রে। ওষুধের দোকানে গেলেই মিলবে করোনা টিকা। বুধবার সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) বিশেষজ্ঞ দল (এসইসি) কোভাক্সিন এবং কোভিশিল্ড, এই দুই টিকাকে বাজারে ছাড়ার অনুমতি দিয়েছে বলে খবর।

আরও পড়ুন:পাত্তাই দিচ্ছেন না শাহ-নাড্ডারা, বঙ্গে বিজেপি দলটাই উঠে যাবে, বিস্ফোরক তথাগত

করোনার টিকা বাজারে মিলবে কিনা ,তা নিয়ে বহুদিন থেকেই আলোচনা চলছিল। ১৪ জানুয়ারি এই দুই টিকা সংস্থার পক্ষ থেকে সব রকমের তথ্য চেয়েছিল এসইসি। বাজারে ছাড়া যাবে কি না সেই নিয়ে চিন্তা ভাবনা ছিল তাদের।বেশির ভাগ মানুষের শরীরে এই টিকা কার্যকর হয়েছে বলেই রিপোর্টে উঠে এসেছে। এর ফলে বাজারে এই টিকা ছাড়ার ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফে টুইট করে জানানো হয়, এতদিন কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দেশজুড়ে জরুরি ভিত্তিতে ব্যবহার করা হত। এবার তা বাজারে বিক্রির অনুমোদন দিল বিশেষজ্ঞ কমিটি। সেই অনুমোদন ড্রাগ কন্ট্রোলর জেনারেল অফ ইন্ডিয়ার কাছে পাঠানো হয়েছে। তারাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


দেশে প্রথম টিকা হিসাবে ছাড়পত্র পায় ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। তারপর অনুমোদন পায় কোভিশিল্ড ভ্যাকসিনও। গতবছর জানুয়ারি মাস থেকেই জরুরি ভিত্তিতে এই দুটি ভ্যাকসিন দেওয়া হচ্ছিল।  বুধবার কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড-কে শুধুমাত্র জরুরি ভিত্তিতে প্রয়োগের বদলে দেশের প্রাপ্তবয়স্কদের জন্য বাজারে আনার প্রস্তাব দেওয়া হয় দুই সংস্থার তরফে।ইতিমধ্যেই সিডিএসকো নিজেদের সুপারিশ দেশের নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই-য়ের কাছে পাঠিয়ে দিয়েছে। সেখান থেকেও সবুজ সঙ্কেত মিললে খুব শীঘ্রই বাজারে মিলবে দুই টিকা।

Related articles

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...

গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী...

রবির দুপুরে ব্যাহত এয়ারটেল পরিষেবা, বিপাকে গ্রাহকরা

ছুটির দুপুরে সমস্যায় পড়লেন এয়ারটেল (Airtel Telecom) টেলিকম গ্রাহকরা। বেশ কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে ব্যাহত হল পরিষেবা। বন্ধ...
Exit mobile version