Monday, August 25, 2025

Hate Speech রুখতে কড়া আইনের দাবি জানিয়ে শাহকে চিঠি কংগ্রেস নেতা আনন্দ শর্মার

Date:

হেড স্পিচ(hate speech) বা ঘৃণা ছড়ানো মূলক বক্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Shah) চিঠি দিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী সমিতির অধ্যক্ষ(Chairman of the parliamentary standing committee on Home affairs) তথা কংগ্রেস নেতা আনন্দ শর্মা। স্বরাষ্ট্রমন্ত্রীকে(Home Minister) লেখা চিঠিতে তিনি আবেদন জানিয়েছেন, ঘৃণা ছড়ানো মূলক মন্তব্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আইপিসি(IPC) ও সিআরপিসি(CRPC)-তে সংশোধন আনা হোক। চিঠিতে তিনি আবেদন জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রক দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব ও পুলিশ প্রধানদের নির্দেশ দিক ঘৃণা ছড়ানো মূলক মন্তব্য করা ব্যক্তির বিরুদ্ধে যেন দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

অমিত শাহকে লেখা চিঠিতে কংগ্রেস নেতা আনন্দ শর্মা আবেদন জানিয়েছেন, এই ধরনের ভাষণ নাগরিক সমাজের একটি বর্গকে লক্ষ্য করে দেওয়া হয়ে থাকে। যার জেরে সমাজের স্বাভাবিক ধারা ব্যাহত হয়। এই ধরনের হিংসাত্মক ও ঘৃণা ছড়ানো মূলক বক্তব্য মূলত সংখ্যালঘু ও মহিলাদের উদ্দেশ্য করে দেওয়া হয়ে থাকে। যার ফলে নিরাপত্তাহীনতা ও অবিশ্বাসের বাতাবরণে তৈরি হয়। যা অত্যন্ত চিন্তাজনক বিষয়।

আরও পড়ুন:Amar Jawan Jyoti: ৫০ বছর পর নিভতে চলেছে ‘অমর জওয়ান জ্যোতি’-এর অগ্নিশিখা, সরব বিরোধীরা

স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে আনন্দ শর্মা আরও দাবি করেছেন, হিংসাত্মক ও বিদ্বেষ মূলক ভাষণ জাতি- ধর্মের ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতাকে ইন্ধন দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। অবিলম্বে যদি এই ঘটনার ওপর রাশ টানা না হয় তাহলে আইনের শাসন দুর্বল হয়ে যাবে। নাগরিক জীবনের মৌলিক অধিকার, স্বাধীনতা ও আত্মসম্মানের জন্য বিপদের হয়ে উঠবে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version