Monday, August 25, 2025

দলীয় কোন্দলে জর্জরিত বিজেপি, ‘বিক্ষুব্ধ’ শান্তনুদের কড়া বার্তা দিলীপের

Date:

ছন্নছাড়া অবস্থা বঙ্গ বিজেপির(BJP)। দলের কমিটিতে যোগ্য নেতৃত্ব গুরুত্ব না পাওয়ায় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন শান্তনু ঠাকুর(Shantanu Thakur) সহ একাধিক বিধায়ক। পরিস্থিতি সামাল দিতে বিজেপি শীর্ষ নেতৃত্ব সব কমিটি ভেঙে দিলেও ক্ষোভ মিটছে না। দফায় দফায় চলছে বিক্ষুব্ধদের বৈঠক। এই পরিস্থিতিতেই এবার নাম না করে শান্তনু ঠাকুরকে বার্তা দিয়ে বিক্ষুব্ধদের শৃঙ্খলার পাঠ পড়ালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ(DilipGhosh)।

বুধবার সাংবাদিক বৈঠক করে বিক্ষুব্ধদের বার্তা দিয়ে দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, দলের একটা নিয়মশৃঙ্খলা আছে। যারা নতুন এসেছে তারা সে সব জানে না। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি সে সব দেখছে। মন্ত্রী, নেতা যেই হোন তার বিরুদ্ধে উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নাম না করে শান্তনু ঠাকুর প্রসঙ্গে দিলীপ ঘোষ জানালেন, উনি একটি ধর্মীয় সংগঠন থেকে এসেছেন। কয়েকদিন মাত্র দলে এসেছেন। দল ওকে সাংসদ করেছে, মন্ত্রী পদও দিয়েছে। দলের পক্ষ থেকে সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন:Jahar Sarkar: ইতিহাস ভোলাতে চাইছে মোদি সরকার: তীব্র কটাক্ষ জহর সরকারের

উল্লেখ্য, বিজেপি রাজ্য কমিটিতে পুরনো নেতাকর্মীরা জায়গা না পাওয়ায় অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে তাঁর অপসারণ চেয়েছেন শান্তনু ঠাকুর সহ একাধিক বিজেপি নেতৃত্ব। বর্তমানে সেই ক্ষোভ ক্রমশ তীব্র আকার ধারণ করছে। দফায় দফায় বৈঠকের পাশাপাশি ঐক্যবদ্ধ বিক্ষুব্ধরা শান্তনু ঠাকুরের উপস্থিতিতে সোমবার দুপুরে বনভোজনও করেছেন। এহেন পরিস্থিতির মাঝেই এবার বিদ্রোহীদের কড়া বার্তা দিলেন দিলীপ ঘোষ।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version