Supreme Court: ঐতিহাসিক রায় শীর্ষ আদালতের: উইল না থাকলে বাবার সম্পত্তিতে অগ্রাধিকার কন্যার

উইল না থাকলে হিন্দু ব্যক্তির কন্যারা বাবার স্ব-অর্জিত এবং অন্যান্য সম্পত্তির অধিকারী হবে: সুপ্রিম কোর্ট।

ফের একটি ঐতিহাসিক রায় দিল শীর্ষ আদালত। উইল না থাকলে হিন্দু বাবার কন্যারা সম্পত্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বাবার উপার্জিত সম্পত্তির উপর ভাইয়ের সন্তানদের থেকে মেয়ের অধিকার বেশি। হিন্দু উত্তরাধিকার আইনে হিন্দু মহিলা এবং বিধবাদের সম্পত্তির অধিকার সম্পর্কিত মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতেই বৃহস্পতিবার, এই রায় দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)।

সুপ্রিম কোর্টের বিচারপতি এস আবদুল নাজির এবং কৃষ্ণা মুরারির একটি বেঞ্চ ৫১পৃষ্ঠার রায়ে বলেছে, একজন হিন্দু ব্যক্তির উইল (Will) না থাকলে মৃত্যুর পরে তাঁর সম্পত্তি, স্ব-অর্জিত সম্পত্তি হোক বা পারিবারিক সম্পত্তি ভাগ করে প্রাপ্ত হোক, উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হবে। এক্ষেত্রে কন্যা তাঁর অন্যান্য আত্মীয় যেমন মৃত ব্যক্তির ভাইদের পুত্র/কন্যাদের থেকে অগ্রাধিকার পাবে।