Prosenjit Chatterjee:বিশেষ ক্ষমতাসম্পন্ন সোনামণির সঙ্গে কথা বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সিনেমার হিরো রিয়েল দাদা হয়ে উঠলেন বীরভূমের সোনামণির কাছে।

সেলুলয়েডের মানুষ তিনি, রুপোলি পর্দার নায়ক,  টলিউড ইন্ডাস্ট্রির  প্রিয় বুম্বাদা ( Prosenjit Chatterjee)। বাস্তবেই বীরভূমের বিটি সোনামণি’র দাদা হয়ে উঠলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়( Prosenjit Chatterjee)। কথা বলবেন বলে কথা দিয়েছিলেন আর সেই কথা রাখলেন এবার। বৃহষ্পতিবার দাদা আর বোনের ভার্চুয়াল কথাবার্তা হলো গায়ক শিলাজিৎ (Silajit Majumder)এর সৌজন্যে।

আরো পড়ুন : ‘বন্ধু’ রাজ চক্রবর্তীর হাত ধরে অভিনয় জগতে কামব্যাক করছেন বাবুল !

স্বপ্নের নায়ককে চোখের সামনে দেখে আনন্দে আত্মহারা সোনামণি। ভাবতেই পারছিলেন না ‘প্রাক্তন’ এর উজান মুখার্জির সাথে কথা হচ্ছে। ভিডিও কলে হাত জোড় করে সোনামণি প্রথম নিজের পরিচয় দিয়েই শুরু হয়েছিল দাদা বোনের কথাবার্তা। গোটা মুহূর্তের সাক্ষী গায়ক শিলাজিৎ(Silajit Majumder) । ঝিন্টি’র প্রেমিকের মুখেও তখন চওড়া হাসি। তিনিই তো করলেন এমন অসাধ্য সাধন!

বীরভূমের গড়গড়ি গ্রাম। সেখানকার বাসিন্দা সোনামণি রুজ। সম্পর্কে শিলাজিৎ মজুমদারের গ্রামতুতো বোন। কথায় কথায় গায়ক জানতে পারেন সোনামণির পছন্দের দাদার কথা। তারপর সোশ্যাল মিডিয়ায় সেই কথাও শেয়ার করেন। বিশেষ ক্ষমতাসম্পন্ন সোনামণি বিশেষ ক্ষমতাসম্পন্ন সোনামণি এর আগেও বহু বার তাঁর গ্রামের দাদাকে অনুরোধ জানিয়েছিলেন, এক বার যদি কোনও ভাবে বুম্বাদাকে তাঁর সামনে এনে দিতে পারেন। এরপর ‘অটোগ্রাফ ‘এর অরুণ চ্যাটার্জীর সাথেও কথা বলেন শিলাজিৎ। বুম্বাদা  সব শুনে সোনামণির সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেন।

গড়গড়ি গ্রামে মোবাইল টাওয়ারের একটু সমস্যা আছে। তাই ভিডিও কলে একটু অস্পষ্ট লেগেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলা। সোনামণির তাতে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই। চোখের সামনে তাঁর বুম্বাদা হাজির! আর কী চাই? রিল লাইফের হিরো অবশ্য সত্যিই বড় দাদার মত রিয়েল লাইফে সোনামণির খবরাখবর নিয়েছেন। তাঁকে ভাল থাকার অনুরোধ জানিয়েছেন। সঙ্গে সঙ্গে সোনামণির আবদার, প্রসেনজিৎ তাঁর বড়দা। তাই প্রাণ ভরে যেন আশীর্বাদ করেন। এক দিন অবশ্যই যেন সপরিবারে গড়গড়ি গ্রামে আসেন। আবারও কথা দিয়েছেন বড় পর্দার বিখ্যাত নায়ক। অতিমারি কমলে, পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি যাবেন।

বুম্বা দা আর সোনামণির এই আলাপচারিতার সাক্ষী হতে ভিড় জমিয়েছিলেন দেখতে কয়েক জন গ্রামবাসীও। দাদা-বোন একে অন্যকে হাত নেড়ে ফের কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন। রসিকতা করেছেন শিলাজিৎও। তাঁর দাবি, খবর পেলে গোটা গ্রাম ভেঙে পড়ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিদায় সম্ভাষণ জানাতে।

 

Previous article‘বন্ধু’ রাজ চক্রবর্তীর হাত ধরে অভিনয় জগতে কামব্যাক করছেন বাবুল !
Next articleদেশ মমতাকে চাইছে বিজেপি বিরোধী নেত্রী হিসেবে, প্রকাশ্যে সমীক্ষা রিপোর্ট