Saturday, August 23, 2025

Assaulted in Local Train: চলন্ত ট্রেনে শ্লীলতাহানির অভিযোগ, মেয়েদের নিরাপত্তার নিয়ে প্রশ্নের মুখে রেল

Date:

রেল নিরাপত্তা কোথায় এসে ঠেকেছে তা দেখা গেল শুক্রবার রাতে।চলন্ত ট্রেনের মধ্যেই শ্লীলতাহানির ঘটনা।নিজের ফেসবুকে সেই ঘটনার লাইভ ভিডিও শেয়ার করতেই নড়েচড়ে বসল রেল প্রশাসন। কিন্তু ঘটনার ২৪ ঘণ্টা পরেও অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন,’এই হচ্ছে রেল নিরাপত্তার নমুনা। অভিযুক্তর লাইভ ভিডিও থাকা সত্ত্বেও দ্রুত কেন ব্যবস্থা নিচ্ছে না রেল’?

আরও পড়ুন:শহরের দুই নামি চিকিৎসক কুণাল-ফুয়াদকে নিয়ে বিতর্কে সরগরম নেটদুনিয়া

শুক্রবার রাতে কী ঘটেছিল?

আক্রান্ত তরুণী জানান, শুক্রবার ব্যক্তিগত কাজে শান্তিপুরের ফুলিয়ায় গিয়েছিলেন তিনি। বাড়ি ফেরার পথে ডাউন শিয়ালদহ লোকাল ধরে ফিরছিলেন। মহিলা কামরায় ওঠেন তিনি। ক্লান্ত থাকার ট্রেনের মধ্যেই ঘুমিয়ে পড়েন। তাঁর অভিযোগ, হঠাৎ একটি অস্বস্তিকর স্পর্শে ঘুম ভেঙে যায়। তিনি দেখেন কেউ তাঁর শরীরে হাত দিচ্ছে। তাকিয়ে দেখেন ফাঁকা মহিলা কামরায় একজন ব্যক্তি তাঁর গায়ে হাত দিচ্ছে। সেই মুহূর্তেই সাহস দেখিয়ে ফেসবুক লাইভ করতে শুরু করেন অরুণী। লাইভে দেখা যায়, ফাঁকা ট্রেন মধ্যে থাকা ওই ব্যক্তি তরুণীকে এসে লাইভ করতে বারণ করেছেন। তরুণী লাইভ চালিয়ে যেতে থাকলে অভিযুক্ত ওই যুবক তরুণীকে মারধর শুরু করেন।লাইভে তরুণীটি স্পষ্টভাবে অভিযুক্তর সুস্পষ্ট ছবি তুলে বলেন ,এই লোকটি আমার গায়ে হাত দিচ্ছে।  এই ঘটনায় রাতের লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

আক্রান্ত তরুণী জানান, ট্রেনটি শিয়ালদহে পৌঁছতেই অভিযুক্ত ব্যক্তি নেমে যান। এরপর শিয়ালদহ জিআরপি-তে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সেই অভিযোগের প্রতিলিপি দমদম জিআরপি-র কাছে আসে। তারা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি।

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version