Monday, November 10, 2025

TMC Goa: গোয়ার উন্নয়নে তৃণমূলের হাত ধরুন, সোনিয়াকে খোলা চিঠি নাফিসার

Date:

সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) খোলা চিঠি লিখলেন গোয়ার তৃণমূল কংগ্রেস নেত্রী নাফিসা আলি (Nafisa Ali)। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লেখা চিঠিতে গোয়ায় তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে জোটের জন্য উদ্যোগী হতে অনুরোধ জানিয়েছেন তিনি। লিখেছেন, সোনিয়া গান্ধী যে কোনোরকম “পেটি ইগো পলিটিক্সের উর্ধ্বে”। গোয়ার মানুষের ভালোর জন্য সোনিয়া গান্ধী, পি. চিদম্বরমকে বলুন তৃণমূল কংগ্রেসের হাত ধরার জন্য যা করার দরকার তা করতে। গোয়ায় বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করুক কংগ্রেস।

লম্বা চিঠিতে নাফিসা সোনিয়া গান্ধীকে আবেদন করেছেন, গতবার ১৭ জন বিধায়ক পাওয়ার পরও কংগ্রেস গোয়ায় সরকার তৈরি করতে পারেনি৷ বিভিন্ন কারণে ইগো সামনে থাকায় সে সুযোগ হেলায় নষ্ট হয়েছে৷ ফলস্বরূপ পাহাড় প্রমাণ দূর্নীতি সহ একাধিক কারণে গোয়া আজ ধ্বংসাবশেষে পরিনত হয়েছে। গোয়ার মানুষ পরিবর্তন চাইছেন। আসুন আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গোয়ার ভালোর জন্য কাজ করি।

তৃণমূল নেত্রী নাফিসা আলির এই খোলা চিঠি শোরগোল ফেলে দিয়েছে। কংগ্রেসের সঙ্গে জোট বার্তা নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূলের সহ সভাপতি পবন ভার্মা জোট বার্তা নিয়ে পি.চিদম্বরমের বাড়ি গিয়েছিলেন। কিন্তু কংগ্রেসের তরফে সদর্থক বার্তা পাওয়া যায়নি। এবার নাফিসা আলি সরাসরি গোয়ার মানুষের কথা বলে তৃণমূল কংগ্রেসের হাত ধরার আবেদন করলেন। যাতে স্বভাবতই বল গিয়েছে কংগ্রেস সভানেত্রীর কোর্টে। এরপর কংগ্রেসের পদক্ষেপ বলে দেবে তারা কী চাইছে!

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী-মুখ্যসচিবকে এড়িয়ে DM-দের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, গরহাজির বাংলার জেলাশাসকরা

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version