Sunday, August 24, 2025

দেশে ওমিক্রন (Omicron) গোষ্ঠী সংক্রমণের পর্যায় রয়েছে। একাধিক বড় শহরে হু হু করে বাড়ছে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। আইএনএসএসিওজি (ভারতীয় সার্স-কোভ -২ জিনোমিক্স কনসোর্টিয়াম)-এর সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে একথা। পাশাপাশি, ওমিক্রন-এর আর একটি নতুন সাব-ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে বলেও জানানো হয়েছে ওই রিপোর্টে। যা বিএ.২ নামে পরিচিত। কতটা ভয়ঙ্কর হতে পারে ওমিক্রনের এই ভ্যারিয়েন্ট কতটা ভয়ঙ্কর হতে পারে, জানার চেষ্টা করছেন-গবেষকরা।
রবিবার, আইএনএসএসিওজি প্রকাশিত বুলেটিনে বলেছে যে, ভারতে বিএ.২ বংশ একটি উল্লেখযোগ্য ভগ্নাংশে রয়েছে। ওমিক্রনের বেশিরভাগ ক্ষেত্রে এখনও পর্যন্ত উপসর্গ বা মৃদু হলেও হাসপাতালে ভর্তির মাত্রা বেড়েছে। আইসিইউ বেডের চাহিদা বেড়েছে।

আইএনএসএসিওজি’র বুলেটিনে বলা হয়েছে,”সম্প্রতি রিপোর্ট করা বি .১.৬৪০.২ ভাইরাসের উপর নজর রাখা হচ্ছে। এর দ্রুত বিস্তারের কোনো প্রমাণ নেই। রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে রেহাই পাওয়ার বৈশিষ্ট্য রয়েছে। বর্তমানে উদ্বেগের বিষয় নয় বিএ.২।”

আরও পড়ুন-বাবাকে সম্মান দেয়নি কংগ্রেস, বিজেপির উগ্র হিন্দুত্বকেও নিন্দা নেতাজি কন্যার

উল্লেখ্য, ইনফ্লুয়েঞ্জা ও করোনা সংক্রমণের জিনোম সংক্রান্ত তথ্য সংগ্রাহক সংস্থা জানিয়েছে , বর্তমানে বিশ্বের ৪০টি দেশে মোট ৮ হাজার ৪০টি ওমিক্রনের বিএ.২ প্রজাতি ধরা পড়েছে। প্রথম সংক্রমণ ফিলিপিন্সে জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ধরা পড়ে। ডেনমার্কেও ৬৪১১ জিনোম সিকোয়েন্সের মধ্যে অধিকাংশই বিএ.২ সাব-ভ্যারিয়েন্ট বলে জানা গিয়েছে। ভারতেও ৫৩০টি নমুনায় ওমিক্রনের এই ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। এরপরই রয়েছে সুইডেন, সেখানে ১৮১টি নমুনায় এই নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। সিঙ্গাপুরেও ১২৭ টি নমুনায় ওমিক্রন বিএ.২ ধরা পড়েছে।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version