Tuesday, May 6, 2025

পাঞ্জাবে ৬৫ আসনের লড়বে BJP, জোটসঙ্গী ক্যাপ্টেনকে ছাড়া হল মাত্র ৩৭ আসন

Date:

আগামী ২০ ফেব্রুয়ারি পাঞ্জাবে(Punjab) বিধানসভা নির্বাচন(assembly election)। এই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সব পক্ষ। ভোট বাজারে কংগ্রেস(Congress) ত্যাগী প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের(Captain Amrinder Singh) দল পাঞ্জাব লোক কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়ছে বিজেপি(BJP)। সোমবার তাদের সেই জোটের আসন ভাগাভাগি সম্পন্ন হল। চুক্তি অনুযায়ী এই নির্বাচনে ৬৫ আসনে লড়ছে বিজেপি। আর অমরিন্দর সিংয়ের দলকে ছাড়া হয়েছে ৩৭ টি আসন। পাশাপাশি ১৫ টি আসন ছাড়া হচ্ছে সংযুক্ত অকালি দলকে।

ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের দল ইতিমধ্যেই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই প্রার্থী তালিকায় নাম রয়েছে ভারতীয় হকি টিমের প্রাক্তন খেলোয়াড় অজিত পাল সিংয়ের। ক্যাপ্টেন নিজে লড়ছেন পাটিয়ালা শহর আসন থেকে। প্রার্থী তালিকা প্রকাশের পর অমরিন্দর সিং ঘোষণা করেছেন জেতার সম্ভাবনা রয়েছে এরকম ভালো প্রার্থীদেরই আমরা ময়দানে নামিয়েছি। শুধু তাই নয়, বিভিন্ন সম্প্রদায়ের ও ধর্মের প্রতিনিধিদের প্রার্থী করা হয়েছে। তবে দীর্ঘদিন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকা অমরিন্দর সিং নিজের রাজ্যকে চেনেন হাতের তালুর মতো। তার দলকে কম আসন দিয়ে বিজেপি ৬৫ টি আসন নিজেদের কাছে রাখায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন:অন্য দলে যাব না: ভাঙন ঠেকাতে প্রার্থীদের মন্দিরে- গির্জায় শপথ নেওয়াচ্ছে Goa কংগ্রেস

উল্লেখ্য, ৪০ বছর কংগ্রেসের সঙ্গে সম্পর্কে থাকা অমরিন্দর সিং পাঞ্জাব কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বে নির্বাচনের আগে হাত শিবির ছেড়ে নিজের দল গঠন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে পাঞ্জাব নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করার কথা ঘোষণা করেন তিনি। অবশেষে আসন ভাগাভাগির সম্পন্ন করল পাঞ্জাব লোক কংগ্রেস।

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...
Exit mobile version