Monday, August 25, 2025

প্রবীণ নাগরিকদের FD, PPF-এ সুদের হার বাড়ানোর দাবি: নির্মলাকে চিঠি প্রিয়াঙ্কা চতুর্বেদীর

Date:

মোদি শাসনে দুর্দশার অন্ত নেই দেশের বরিষ্ঠ নাগরিকদের। বিগত ৮ বছরের মোদি জমানায় দফায় দফায় কমেছে পোস্ট অফিস(post office) ও ব্যাংকের(Bank) সুদের হার। এই অবস্থায় আসন্ন কেন্দ্রীয় বাজেটে দেশের প্রবীণ নাগরিকদের স্বার্থে ফিক্স ডিপোজিট ও পিপিএফে সুদের হার বাড়ানোর দাবি তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে(Nirmala sitaraman) চিঠি লিখলেন শিবসেনার রাজ্যসভা সংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী(Priyanka Chaturvedi)। পাশাপাশি পোস্ট অফিসে টাকা জমার ঊর্ধ্বসীমা সরানোর আবেদন করেন তিনি।

নির্মলা সীতারমনকে উদ্দেশ্য করে চিঠিতে প্রিয়াঙ্কা চতুর্বেদী লিখেছেন, লাগাতার নিম্নমুখী সুদের হারের কারণে দেশের প্রবীণ নাগরিকরা ভীষণ রকম সমস্যায়। ব্যাঙ্ক ও পোস্ট অফিসের সুদের উপর নির্ভরশীল দেশের বেশিরভাগ বরিষ্ঠ নাগরিকরা তাঁদের নিজেদের খরচ চালাতে দিশাহারা। তার উপর বর্তমান করোনা পরিস্থিতিতে এই সমস্যা আরও বেড়েছে। আসন্ন কেন্দ্রীয় বাজেটে সরকারকে এই সমস্যা সমাধানের আবেদন জানিয়েছেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন:সাক্ষাতের সময় চেয়ে শাহ-নাড্ডার দরবারে জয়প্রকাশ-রীতেশ

চিঠিতে তিনি লিখেছেন, দেশে ব্যাপক মুদ্রাস্ফীতির তুলনায় সুদের হার অত্যন্ত কম। একসময় ফিক্সড ডিপোজিটের সুদের হার যেখানে ১২ শতাংশ ছিল, বর্তমানে তা কমে ৫ শতাংশে নেমে এসেছে। পোস্ট অফিসে সুদের হার কমে গিয়ে ৭ শতাংশ নেমেছে। অথচ পোস্ট অফিসে টাকা জমার সর্বোচ্চ সীমা করা হয়েছে মাত্র ১৫ লক্ষ। পিপিএফে টাকা জমার বার্ষিক সর্বোচ্চ সীমা মাত্র ১.৫ লক্ষ। শুধু তাই নয়, পিপিএফ ছাড়া অন্য সমস্ত ক্ষেত্রে আবার সরকারকে বাড়তি কর দিতে হয়। এই পরিস্থিতিতে দেশের প্রবীণ নাগরিক ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর্থিক সংকট প্রবল হয়ে উঠেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে তারা পরিবার চালাতে অক্ষম হয়ে উঠছেন।

সবিস্তারে গোটা বিষয় উল্লেখ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে প্রিয়াঙ্কা চতুর্বেদীর আবেদন, সরকার যেন আসন্ন কেন্দ্রীয় বাজেটে দেশের প্রবীণ নাগরিকদের সমস্যার বিষয়টিকে গুরুত্ব দেয় এবং ব্যাংক পোস্ট অফিসে সুদের হার দাঁড়ায়।

Related articles

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন...

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...
Exit mobile version