Friday, August 22, 2025

Padma Award: সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য

Date:

সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। প্রথা মেনেই সাধারণতন্ত্র দিবসের আগেরদিন পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। বাংলায় সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শিল্পক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ পাচ্ছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Benarjee)। তবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এই সম্মান গ্রহণ করবেন কি না, তাঁর পরিবারের তরফ থেকে এখনই সে বিষয়ে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের সঙ্গে কেন্দ্রের তরফে যোগাযোগ করা হয়নি।

এদিন, পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়। পদ্মবিভূষণ প্রাপকদের মধ্যে রয়েছেন প্রয়াত সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়ত, উত্তরপ্রদেশের প্রয়াত মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহ, শিক্ষাবিদ রাধেশ্যাম খেমকা এবং সংগীতশিল্পী প্রভা আত্রে। পদ্মভূষণ পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য, ভিক্টর বন্দ্যোপাধ্যায় ছাড়াও গুগলের কর্ণধার সুন্দর পিচাই এবং মাইক্রোসফ্ট কর্তা সত্য নাদেলা।

বিজেপির রাজনীতির ঠিক বিপরীত মেরুতে বরাবর অবস্থান আজীবন বামপন্থী বুদ্ধদেব ভট্টাচার্যের। ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সভা-সমাবেশে গেরুয়া শিবিরকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি। হঠাৎ সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত করায় অনেকেই রাজনীতির গন্ধ পাচ্ছেন। সূত্রের খবর, হয়তো পুরস্কার গ্রহণ করবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন- ‘পদ্মশ্রী’ ফেরালেন সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়

 

Related articles

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...

হাতে হাত মিলিয়ে কাজ করুন: বাঁকুড়া-বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্বকে বার্তা অভিষেকের

ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে জেলাওয়াড়ি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, বাঁকুড়া...
Exit mobile version