Wednesday, August 27, 2025

এবার চিঠি নিয়ে বিতর্কে জড়ালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বক্তব্যের প্রেক্ষিতে বিতর্কিত মন্তব্যের জেরে কলকাতা হাইকোর্টে বিক্ষোভের মুখে পড়েন কল্যাণ। তাঁর বিরুদ্ধে ১৫৭ জন আইনজীবীর স্বাক্ষরিত অভিযোগ পত্র জমা পড়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রীর কাছে। এবার সেই অভিযোগ পত্রে সই করার জন্য আইনজীবীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের বিরুদ্ধে। তবে, কল্যাণের (Kalyan Banerjee) ঘনিষ্ঠমহলে দাবি, এই অভিযোগ একেবারেই ভুয়ো। চিঠি বিকৃত করে তাঁকে অপদস্ত করার চেষ্টা হচ্ছে।

যে আইনজীবীরা তাঁর বিরুদ্ধে লেখা চিঠিতে সই করেছিলেন তাঁদের কয়েকজনকে হুমকি দেওয়ার অভিযোগ কল্যাণের বিরুদ্ধে। অভিযোগকারী আইনজীবীর একজন শুভেন্দু সেনগুপ্ত (Sbhendu Sengupta)। অভিযোগ পত্রে স্বাক্ষর থাকা এই আইনজীবী আচমকা ২১ জানুয়ারি সকালে সুপ্রিম কোর্ট– হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগ পত্র থেকে তাঁর নাম বাদ দেওয়ার আর্জি জানান। চিঠিতে তিনি লেখেন, অভিযোগ পত্রের প্রথম দুপাতা না পড়েই তিনি সই করেছিলেন।

২১ তারিখ সকালে এই লেখা চিঠির পর ওইদিন সন্ধেয় আইনজীবী শুভেন্দু ওই তিনজনকেই  আরেকটি চিঠি লেখেন। সেখানে তিনি অভিযোগ করেন, মানসিকভাবে চাপ দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লেখা চিঠি থেকে তাঁকে নাম প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। এই চিঠিগুলির সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। কিন্তু কে তাঁকে মানসিক চাপ দিয়েছেন? সে কথা চিঠিতে স্পষ্ট করেননি শুভেন্দু সেনগুপ্ত। তবে সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের তরফ থেকে হুমকি পেয়েছিলেন তিনি। তবে কল্যাণ-শিবিরের মতে, এই চিঠি একেবারেই বিকৃত করা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের চিঠির খবর রটানো হয়েছে বলে অভিযোগ তাদের।

আরও পড়ুন:Winter: কনকনে ঠান্ডার দাপটে কাঁপছে উত্তর ভারত, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি পাঁচ রাজ্যে


Related articles

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...
Exit mobile version