Winter: কনকনে ঠান্ডার দাপটে কাঁপছে উত্তর ভারত, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি পাঁচ রাজ্যে

ফের উত্তর পশ্চিম ও মধ্য ভারত নিয়ে সতর্কতা জারি করল মৌসম ভবন। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত ও মহারাষ্ট্রের কিছু অংশে আগামী পাঁচ দিন তাপমাত্রার পতন হবে। নয়াদিল্লির মৌসম ভবনের তরফে , দিল্লির জন্য শীতল দিনের সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন:Weather Forecast:পিছু হটছে পশ্চিমী ঝঞ্ঝা, আজ থেকেই পারদ পতনের সম্ভাবনা

নয়াদিল্লির মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে রাজধানীর তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পঞ্জাবের বেশ কিছু অংশে কুয়াশা থাকলেও তাপমাত্রা নেমেছে সাত ডিগ্রিতে। আগামী কয়েক দিনে দিল্লি ছাড়া উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানের কিছু নির্দিষ্ট এলাকায়। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত ওই সব এলাকার আকাশ পরিষ্কার থাকবে। সেইসঙ্গে হুড়মুড়িয়ে নামবে রাতের তাপমাত্রা ।

পাশাপাশি সকাল ও রাতে ঘন কুয়াশার কারণে প্রতি বছরের মতো এ বারেও উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন ট্রেন দেরিতে চলছে। ব্যাহত হচ্ছে উড়ান পরিষেবাও। সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে বলা হয়েছে সাধারণ মানুষকেও।

Previous articlePornography: ওয়েব সিরিজের প্রলোভন দেখিয়ে পর্নোগ্রাফিতে শুট! তদন্তে কলকাতা পুলিশ
Next articleমর্মান্তিক পথ দুর্ঘটনা মহারাষ্ট্রের বিজেপি বিধায়কের ছেলে-সহ ৭ ডাক্তারি পড়ুয়ার মৃত্যু