Saturday, August 23, 2025

Red Road: দিল্লি বাদ দিলেও রেড রোডে প্রদর্শিত নেতাজির ট্যাবলো

Date:

Share post:

দিল্লির কুচকাওয়াজে বাদ পড়লেও ৭৩ তম সাধারণতন্ত্র দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Subhash Chandra Basu) নিয়ে তৈরি বাংলার ট্যাবলো প্রদর্শিত হল রেড রোডে (Red Road)। সাক্ষী থাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Benarjee)।

বুধবার, সকাল সোয়া ১০টা নাগাদ রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী। হাজির হন রাজ্যপাল। দুজনে সৌজন্য বিনিময় করেন। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন ধনকড়। শুরু হয় কুচকাওয়াজ। রাজ্য সরকারের তরফে আগেই বলা হয়েছিল, নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে ট্যাবলো (Tableau) তৈরি করা হয়েছে। এদিন রেড রোডে ২৬ জানুয়ারির কুচকাওয়াজে অন্যতম আকর্ষণ ছিল সেই ট্যাবলো। ৫২ ফুট লম্বা, ১১ ফুট চওড়া, ১৬ ফুট উঁচু ট্যাবলোতে নেতাজি সুভাষচন্দ্র বসুর দুটি মূর্তি ছিল। সুভাষচন্দ্রের জীবন এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকার বিষয়ে তথ্যচিত্রের অংশ দেখানো হয় সেখানে রাখা LED-তে। হাত জোড় করে সম্মান জানান মুখ্যমন্ত্রী।

এ বছর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের তরফ থেকে নেতাজি বিষয়ক ট্যাবলো পাঠানোর প্রস্তাব ছিল। তা খারিজ করে দেয় কেন্দ্র। এর বিরোধিতা সরব হন সকলে। কেন্দ্রকে চিঠি পাঠান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিদ্ধান্ত বদলায়নি কেন্দ্রীয় সরকার। তখনই রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়। নেতাজিকে সম্মান জানিয়ে ২৬ জানুয়ারি রেড রোডের কুচকাওয়াজে থাকবে তাঁকে নিয়ে তৈরি ট্যাবলো।

কোভিডবিধির কারণে এবারও আমন্ত্রিতের সংখ্যা ছিল হাতে গোনা। সংখ্যা ছিল কম। কুচকাওয়াজ দেখতে দর্শকদের প্রবেশের উপরেও কড়াকড়ি ছিল।

রেড রোডের মূল অনুষ্ঠানের জায়গা কড়া নিরাপত্তার চাদরে মোড়া ছিল। ওই এলাকা ১১ টি জোনে ভাগ করা দেওয়া হয়। প্রতি জোনের দায়িত্বে ছিলেন একজন করে ডিসি পদমর্যাদার অফিসার।

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...