Wednesday, January 14, 2026

Red Road: দিল্লি বাদ দিলেও রেড রোডে প্রদর্শিত নেতাজির ট্যাবলো

Date:

Share post:

দিল্লির কুচকাওয়াজে বাদ পড়লেও ৭৩ তম সাধারণতন্ত্র দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Subhash Chandra Basu) নিয়ে তৈরি বাংলার ট্যাবলো প্রদর্শিত হল রেড রোডে (Red Road)। সাক্ষী থাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Benarjee)।

বুধবার, সকাল সোয়া ১০টা নাগাদ রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী। হাজির হন রাজ্যপাল। দুজনে সৌজন্য বিনিময় করেন। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন ধনকড়। শুরু হয় কুচকাওয়াজ। রাজ্য সরকারের তরফে আগেই বলা হয়েছিল, নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে ট্যাবলো (Tableau) তৈরি করা হয়েছে। এদিন রেড রোডে ২৬ জানুয়ারির কুচকাওয়াজে অন্যতম আকর্ষণ ছিল সেই ট্যাবলো। ৫২ ফুট লম্বা, ১১ ফুট চওড়া, ১৬ ফুট উঁচু ট্যাবলোতে নেতাজি সুভাষচন্দ্র বসুর দুটি মূর্তি ছিল। সুভাষচন্দ্রের জীবন এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকার বিষয়ে তথ্যচিত্রের অংশ দেখানো হয় সেখানে রাখা LED-তে। হাত জোড় করে সম্মান জানান মুখ্যমন্ত্রী।

এ বছর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের তরফ থেকে নেতাজি বিষয়ক ট্যাবলো পাঠানোর প্রস্তাব ছিল। তা খারিজ করে দেয় কেন্দ্র। এর বিরোধিতা সরব হন সকলে। কেন্দ্রকে চিঠি পাঠান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিদ্ধান্ত বদলায়নি কেন্দ্রীয় সরকার। তখনই রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়। নেতাজিকে সম্মান জানিয়ে ২৬ জানুয়ারি রেড রোডের কুচকাওয়াজে থাকবে তাঁকে নিয়ে তৈরি ট্যাবলো।

কোভিডবিধির কারণে এবারও আমন্ত্রিতের সংখ্যা ছিল হাতে গোনা। সংখ্যা ছিল কম। কুচকাওয়াজ দেখতে দর্শকদের প্রবেশের উপরেও কড়াকড়ি ছিল।

রেড রোডের মূল অনুষ্ঠানের জায়গা কড়া নিরাপত্তার চাদরে মোড়া ছিল। ওই এলাকা ১১ টি জোনে ভাগ করা দেওয়া হয়। প্রতি জোনের দায়িত্বে ছিলেন একজন করে ডিসি পদমর্যাদার অফিসার।

 

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...