Friday, November 14, 2025

জেলা কমিটিতে ভাই, এবার বিজেপিতে “অধিকারী পরিবারতন্ত্র” কায়েমের পথে শুভেন্দু

Date:

স্বপ্ন দেখেছিলেন একুশের ভোটে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। স্বপ্ন দেখেছিলেন বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী (CM) হওয়ায়। প্রলোভনে হোক, কিংবা অন্য কারণে তৃণমূল (TMC) ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তবে মমতা (Manata Banerjee) ও সবুজ ঝড়ে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) সেই স্বপ্নভঙ্গ হয়েছে। ববিতর্কিত ফলাফলে নন্দীগ্রামে (Nandigram) বিধায়ক হয়ে শুভেন্দু এখন রাজ্যের বিরোধী দলনেতা। বঙ্গ বিজেপি মহলে বলা হয়, শুভেন্দু বিধানসভা ও বিধায়ক সংক্রান্ত বিষয়টি দেখেন। সংগঠনে তাঁর বিশেষ ভূমিকা নেই। কিন্তু তলে তলে শুভেন্দু যে বিজেপির অন্দরে সেই পুরনো স্টাইলে “অধিকারী পরিবারতন্ত্র” কায়েম করতে চলেছেন, সেটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।

বুধবার, বেশ কয়েকটি সাংগঠনিক জেলা কমিটি ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে রয়েছে কাঁথি সাংগঠনিক জেলা কমিটি। যেখানে জ্বল জ্বল করেছে অধিকারী পরিবারের এক সদস্যের নাম। শুভেন্দুর ছোট ভাই সৌম্যেন্দু অধিকারীর হাত ধরে বিজেপির সাংগঠনিক স্তরে এবার ঢুকে পড়ল পূর্ব মেদিনীপুরের আধিকারী পরিবার। কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদে বসানো হয়েছে সৌম্যেন্দু অধিকারীকে। নতুন জেলা কমিটিতে জায়গা পেয়েই সৌম্যেন্দুর প্রতিক্রিয়া বিধানসভা ভোটের আগে সে গেরুয়া শিবিরে যোগদান করেছিল বলেই নাকি কাঁথিতে বিজেপি ভাল ফল করেছে। তারই পুরস্কার স্বরূপ দলীয় নেতৃত্ব ভরসা রেখেছে। এদিকে শুভেন্দুর ভাই জেলা কমিটিতে ঢুকে পড়লেও, যাঁরা দলের আদি সৈনিক তাঁরাই এখন ব্রাত্য।

সৌম্যেন্দু বিজেপির জেলা কমিটিতে জায়গা পেতেই
তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়, এটাই অধিকারী পরিবার। এরা যেখানেই যখন থাকে, সেখানে ধাপে ধাপে ক্ষমতার কেন্দ্রে জায়গা করে নেন। বিজেপি দলেও এবার অধিকারী পরিবারতন্ত্র কায়েম হবে। তবে এতে তৃণমূলের কোনও ক্ষতি হবে না। বরং, অধিকারীদের জন্য বিজেপি আরও শেষ হয় যাবে।

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলে এক সময় কাঁথির অধিকারী পরিবার কার্যত কর্তৃত্ব কায়েম ছিল। শুভেন্দুর এই ছোট ভাই সৌম্যেন্দু ছিলেন কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং প্রশাসক। শুভেন্দু ছিলেন রাজ্যের মন্ত্রী। বাবা শিশির অধিকারী এখনও খাতায়কলমে কাঁথির সাংসদ। আরেক ভাই দিব্যেন্দু অধিকারীও তমলুকের সাংসদ। নিজেকে এখনও তৃণমূলী বলে দাবিও করেন।

আরও পড়ুন- জিতেন তিওয়ারিকে “মোষ” বলে কটাক্ষ অনুব্রতর! কিন্তু কেন?

 

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version