Friday, January 9, 2026

শর্তসাপেক্ষে খোলা বাজারে মিলবে কোভিশিল্ড, কোভ্যাক্সিন

Date:

Share post:

এবার খোলা বাজারে বিক্রি হবে কোভ্যাক্সিন (Covaxin) ও কোভিশিল্ড (Covishield) টিকা। তবে রয়েছে শর্ত। কী শর্ত রয়েছে, তা এখনও জানানো হয়নি।

কোভিশিল্ড (Covishield) ও কোভ্যাক্সিন (Covaxin) টিকা পাওয়া যাবে হাসপাতালে অথবা ক্লিনিকে। সূত্রের খবর, খোলা বাজারে টিকা বিক্রির অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI)। তবে শর্তসাপেক্ষে সেই অনুমোদন দেওয়া হয়েছে। তবে খোলা বাজারে এই ভ্যাকসিনগুলি পাওয়া গেলেও সবাই সেই ভ্যাকসিন কিনতে পারবেন না। সরকারি সূত্রকে উদ্ধৃত করে একটি সংবাদ সংস্থা আগেই জানিয়েছিল, খোলা বাজারে টিকার দাম হতে পারে সর্বোচ্চ ২৭৫ টাকা। এর সঙ্গে যুক্ত হতে পারে সার্ভিস চার্জ বাবদ আরও ১৫০ টাকা।

আরও পড়ুন: Delhi Incident: এরা তালিবানের মতোই বর্বর: দিল্লির ঘটনায় গর্জে উঠলেন বসুন্ধরা-লীনা

বর্তমানে কোভ্যাক্সিনের প্রতি টিকার দাম ১২০০ টাকা। কোভিশিল্ডের প্রতি টিকার দাম ৭৮০ টাকা। এর মধ্যে সার্ভিস চার্জ বাবদ ১৫০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু খোলা বাজারে টিকার দাম ২৭৫ টাকার মধ্যেই রাখার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়ে গিয়েছে বলে খবর।

চিকিৎসকেরা জানাচ্ছেন, এতদিন পর্যন্ত যেহেতু জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য শুধুমাত্র অনুমোদন দেওয়া হয়েছিল তাই, নিয়ম অনুযায়ী প্রতি ১৫ দিন অন্তর টিকার পার্শ্বপ্রতিক্রিয়া সংক্রান্ত তথ্য দিতে হত ডিসিজিআই-কে। তবে ভারতে এখনও পর্যন্ত কোভিশিল্ড ও কোভ্যাক্সিন মিলিয়ে কয়েক কোটি টিকা দেওয়া হয়েছে। তাই স্পষ্ট হয়ে গিয়েছে যে এই টিকাগুলির কার্যকারিতা রয়েছে ও এগুলি নিরাপদ। তাই এবার সেই টিকাগুলি বাজারে বিক্রি নিরাপদ বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা।

 

spot_img

Related articles

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে...