Tuesday, January 20, 2026

কোথায় দু’গজের দূরত্ব? কোথায় মাস্ক? কোভিড বিধি শিকেয় তুলে ‘শাহি প্রচার’ উত্তরপ্রদেশে

Date:

Share post:

“দো গজ দূরি মাস্ক হ্যা জরুরি” – কেন্দ্রীয় সরকারের এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে, উত্তরপ্রদেশে(UttarPradesh) নির্বাচনী প্রচারে ব্যস্ত খোদ স্বরাষ্ট্রমন্ত্রী(Home minister) অমিত শাহ(Amit Shah)। উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগরে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শাহ। আর সেখানেই তাঁর করোনা বিধিকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার করা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

করোনার(Covid) উত্তরোত্তর বৃদ্ধিকে মাথায় রেখে, ৫ রাজ্যে আসন্ন নির্বাচন নিয়ে ইতিমধ্যেই অসংখ্য নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। যথাযথ কোভিড প্রটোকল মেনেই মাত্র ৫ জন ব্যাক্তিকে নিয়ে প্রচার করার অনুমতি দেওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, আর তিনিই সব রকম নির্বাচনী নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে নির্বাচনী প্রচারে ব্যাস্ত। কেন্দ্রীয় সরকারের নিয়মকে কোনোরকম তোয়াক্কা না করেই, স্বরাষ্ট্রমন্ত্রী মাস্ক ছাড়া জনতার মধ্যে ভোট প্রচারে ব্যস্ত। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওটি। আর তাতেই সমালোচনার ঝড় বয়ে গেছে নেট মাধ্যমে। মুখের লালা ব্যবহার করে জনতার মধ্যে নির্বাচনী প্রচারপত্র বিতরণ করতে দেখা গেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি।

আরও পড়ুন:Jahdeep Dhankar: রাজ্য-রাজ্যপাল সংঘাত: স্পিকারের মন্তব্যের প্রেক্ষিতে বিবৃতি ধনকড়ের

নেটিজেনরা লালার মাধ্যমে ভাইরাস ছড়ানোর অভিযোগ এনেছেন অমিত শাহের বিরুদ্ধে। ভিডিওতে দেখা গেছে অমিত শাহের মুখে কোনও মাস্ক নেই, তিনি লিফলেটের একটি বান্ডিল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সময় তার মুখের লালা ব্যবহার করছেন। করোনা আর ওমিক্রনের ঠেলায় দেশ যখন বিপর্যস্ত, সেই সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই কাণ্ডজ্ঞানহীন আচরণে সমালোচনার ঝড় টুইটার জুড়ে। শুধু তাই নয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাড়ি বাড়ি প্রচার করতে দেখে অনেকেই ব্যঙ্গ করেছেন।

অনেকে যেমন নির্বাচন কমিশনের নির্দেশিকাকে স্মরণ করিয়ে দিয়েছেন। অনেকে আবার এটাও বলেছেন, উত্তরপ্রদেশ সরকারের উন্নয়নের বহর এতটাই যে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীকে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হচ্ছে। আরও একধাপ এগিয়ে গিয়ে, অনেকে আবার বলেছেন, বিজেপির আত্মবিশ্বাস এতটাই তলানীতে যে সমস্ত কাজ ছেড়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে এখন বাড়ি বাড়ি ভোট চাইতে হচ্ছে। সবমিলিয়ে অমিত শাহের ভিডিও এখন ভাইরাল নেট মাধ্যমে।

spot_img

Related articles

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: গবেষণায় নতুন দিশা মিলতে পারে। বাড়িতে শুভ কাজের আয়োজন। অর্থাগমে অগ্রগতির ইঙ্গিত। বৃষ: লক্ষ্মীলাভের একাধিক যোগ। কর্মক্ষেত্রে উন্নতির...

ভোটার তালিকা সংশোধনে কড়া নজরদারি, মঙ্গলবার থেকেই রাজ্যে ৪ স্পেশাল অবজার্ভার

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে আরও সক্রিয় হলো নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তলবে...

আধুনিক হচ্ছে ব্যারাকপুর পুলিশ অ্যাকাডেমি! বসছে সিসিটিভি ও আধুনিক অগ্নি-নির্বাপণ ব্যবস্থা

রাজ্যের পুলিশ প্রশিক্ষণের অন্যতম প্রধান কেন্দ্র ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ফরেনসিক ও সাইবার ফরেনসিক ল্যাবরেটরির নিরাপত্তা...

রোজ ভ্যালির টাকা ফেরত শুরু, তিন দফায় প্রায় ২৯ কোটি টাকা পাচ্ছেন আমানতকারীরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রোজ ভ্যালি কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া গতি পেল। রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল...