Tuesday, January 20, 2026

Jahdeep Dhankar: রাজ্য-রাজ্যপাল সংঘাত: স্পিকারের মন্তব্যের প্রেক্ষিতে বিবৃতি ধনকড়ের

Date:

Share post:

“রাজ্যপাল যদি বিধানসভায় আসতে চান তাহলে তাঁর কাছে কারণ জানতে চাইব”- কয়েকদিন আগে বিধানসভায় গিয়ে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের ডেকে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) রাজ্যের বিরুদ্ধে অসৌজন্যমূলক অভিযোগ করায় এই মন্তব্য করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Benarjee)। এর জবাবে শুক্রবার রাজ্যপালের পক্ষ থেকে একটি লম্বা লিখিত বিবৃতি প্রকাশ করেছে রাজভবন। বিবৃতি প্রসঙ্গে কিছু না বললেও বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের আসা এবং বিবৃতি দেওয়া দায়িত্বের মধ্যে পড়ে।

বিবৃতিতে সংবিধানের বিভিন্ন ধারা উল্লেখ করে রাজ্যপাল বলেন কীভাবে তাঁর কাছে কারণ জানতে চাইতে পারেন না স্পিকার! রাজ্যপাল রাজ্য আইনসভার সর্বোচ্চ স্তরের অবিচ্ছেদ্য অংশ। এর আগে কয়েকটি অনুষ্ঠানে স্পিকার অসাংবিধানিক পদ্ধতিতে কাজ করছেন বলে অভিযোগ করেছেন রাজ্যপাল।

ধনকড় অভিযোগ করেন, কেন 07 ফেব্রুয়ারি 2020 এবং 02 জুলাই, 2021-এ বিধানসভায় (Assembly) রাজ্যপালের ভাষণের লাইভ কভারেজ (Live (Coverage) থেকে ব্ল্যাক আউট করা হয়েছিল? 10 ডিসেম্বর, 2019 তারিখের গভর্নরের সাংবিধানিক বার্তা কেন বিবেচনার জন্য হাউসে রাখা হয়নি? বেশ কয়েকটি অভিবেশনের কার্যবিবরণী রাজ্যপালের কাছে কেন পাঠানো হয়নি? 05 ডিসেম্বর 2019 তিনি যাবেন বলার পরেও কেন বিধানসভার গেট বন্ধ ছিল? এ ধরনের বিভিন্ন অভিযোগ বিবৃতিতে তুলে ধরেন রাজ্যপাল। যেগুলি এতদিন তিনি সংবাদমাধ্যমের সামনেও বলেছেন। একইসঙ্গে বিল নিয়ে স্পিকার ঠিক কথা বলছেন না বলে অভিযোগ করেছেন রাজ্যপাল। রাজ্যের বিরুদ্ধে অত্যন্ত অসৌজন্যমূলক বিবৃতি দেওয়ার এতদিন পরে কেন আবার রাজ্যপালকে বিবৃতিতে দিতে হল তা নিয়ে সব মহলে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক মহলের মতে, কোনও না কোনও ভাবে সবসময় খবরে থাকতে চান ধনকড়। সেই কারণেই পুরনো প্রসঙ্গ উস্কে দিয়ে রাজ্যের সঙ্গে সংঘাত বজায় রাখতে চাইছেন তিনি। রাজ্যপালের সেদিনকার মন্তব্য নিয়ে বিধানসভায় তৃণমূল নিন্দা প্রস্তাব আনতে পারে বলে জানিয়েছেন সাংসদ সৌগত রায়।

 

spot_img

Related articles

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: গবেষণায় নতুন দিশা মিলতে পারে। বাড়িতে শুভ কাজের আয়োজন। অর্থাগমে অগ্রগতির ইঙ্গিত। বৃষ: লক্ষ্মীলাভের একাধিক যোগ। কর্মক্ষেত্রে উন্নতির...

ভোটার তালিকা সংশোধনে কড়া নজরদারি, মঙ্গলবার থেকেই রাজ্যে ৪ স্পেশাল অবজার্ভার

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে আরও সক্রিয় হলো নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তলবে...

আধুনিক হচ্ছে ব্যারাকপুর পুলিশ অ্যাকাডেমি! বসছে সিসিটিভি ও আধুনিক অগ্নি-নির্বাপণ ব্যবস্থা

রাজ্যের পুলিশ প্রশিক্ষণের অন্যতম প্রধান কেন্দ্র ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ফরেনসিক ও সাইবার ফরেনসিক ল্যাবরেটরির নিরাপত্তা...

রোজ ভ্যালির টাকা ফেরত শুরু, তিন দফায় প্রায় ২৯ কোটি টাকা পাচ্ছেন আমানতকারীরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রোজ ভ্যালি কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া গতি পেল। রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল...