নিউজিল্যান্ডে ওমিক্রনের বাড়বাড়ন্ত, নির্ধারিত সূচি মেনেই মেয়েদের বিশ্বকাপ

নিউজিল্যান্ডে ওমিক্রন সংক্রমণ বাড়লেও মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ নির্ধারিত সূচি মেনেই হবে। শুক্রবার আয়োজকদের তরফে এ কথা জানিয়ে দেওয়া হল।

নিউজিল্যান্ডে ওমিক্রন ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ বাড়ছে। এই অবস্থায় আগামী ৪ মার্চ থেকে রিচার্ড হ্যাডলির দেশে শুরু হচ্ছে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের আয়োজক কমিটির সিইও আন্দ্রে নেলসন বলেন, “আমরা জরুরি ভিত্তিতে একাধিক পরিকল্পনা করে রেখেছি। কিন্তু মূল পরিকল্পনা এটাই যে, টুর্নামেন্টের ছ’টি ভেনুতে সূচি অনুযায়ী ম্যাচগুলো আয়োজন করা। তবে জরুরি ব্যবস্থায় আমরা ভেনুগুলোর মধ্যে যতটা সম্ভব ভ্রমণকে আটকাতে বা কম করতে চাইছি।”

একই সঙ্গে মিতালি রাজ, ঝুলন গোস্বামী, হিদার নাইট, এলিজা পেরিদের বিশ্বকাপের ম্যাচগুলোতে দর্শক প্রবেশের উপরেও বিধিনিষেধ আরোপ করতে চাইছে টুর্নামেন্ট আয়োজক কমিটি। নেলসন বলেছেন, “আমরা সব দিক থেকে ‘ঝুঁকিহীন নিরাপদ বিশ্বকাপ’ উপহার দিতে দায়বদ্ধ। তাই জরুরি ভিত্তিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিউজিল্যান্ড সরকারের সঙ্গে কথা বলে স্টেডিয়ামে দর্শক সংখ্যা ঠিক করা হবে। চেষ্টা করা হবে যত বেশি সম্ভব ১০০ জনের গ্রুপ তৈরি করে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়ার।”