কয়েক কোটি টাকার তেলিয়া ভোলা মৎসজীবীদের জালে

কয়েক কোটি টাকার তেলিয়া ভোলা (Telia Bhola) মৎসজীবীদের জালে। দিঘার গভীর সমুদ্রে একসঙ্গে ১২১টি তেলিয়া ভোলা উঠল৷ এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা ৷

দিঘা মোহনার মৎস্যজীবী এবং মৎস্য ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাছগুলিকে নিলামে তোলা হয়েছে। দিঘার বিশ্বেশ্বরী ট্রলারে তেলিয়া ভোলাগুলি (Telia Bhola) উঠেছে৷ মাছগুলির এক একটির ওজন প্রায় ১৮ কেজি।

আরও পড়ুন: শুভেন্দুর নেতাই সফরে বাধার অভিযোগ, ফের মুখ্য সচিবকে তলব রাজ্যপালের

মৎস্য ব্যবসায়ী গিরিশচন্দ্র রাউত জানিয়েছেন, তেলিয়া ভোলা ঝাঁক বেঁধে গভীর সমুদ্রে থাকে৷ এমন জায়গায় সেগুলি থাকে যেখানে মৎস্যজীবীদের যাওয়া নিষেধ। সৌভাগ্যবশত ওই মৎস্যজীবীর জালে ১২১টি তেলিয়া ভোলা উঠেছে ৷

 

Previous articleমোদির ইজরায়েল সফরে পেগাসাস সফটওয়্যার কিনেছিল ভারত: নিউইয়র্ক টাইমসের রিপোর্ট
Next articleSc EastBengal: ডার্বির গুরুত্ব বোঝাতে দলের বিদেশি ফুটবলারদের পুরোনো ভিডিও দেখালেন লাল-হলুদ কোচ