Wednesday, August 27, 2025

একডালিয়া রোড হোক ‘সুব্রত মুখোপাধ্যায় রোড’, দাবি স্থানীয়দের

Date:

শুক্রবার ঐতিহাসিক টাউন হলে (Town Hall) কলকাতা পুরসভার (KMC) মাসিক অধিবেশনে রাজ্যের প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের (late Subrata Mukherjee) নামে কলকাতা (Kolkata) তিলোত্তমার একটি রাস্তা এবং সংগ্রহশালা তৈরির প্রস্তাব ওঠে। বালিগঞ্জ অঞ্চলের কোনও একটি রাস্তার নাম সুব্রতবাবুর নামে করা হতে পারে বলে ইঙ্গিত দেন বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। প্রয়াত পঞ্চায়েত মন্ত্রীর বাড়ির সংলগ্ন ক্লাব সংগ্রহশালা হিসেবে করা যায় কি না, সেই ব্যাপারেও অধিবেশনে আলোচনা পর বিষয়টি খোঁজখবর নিতে বলা হয়েছে।

তবে একডালিয়ার মানুষজন চাইছেন একডালিয়া রোডর নামকরণ করা হোক সুব্রত মুখোপাধ্যায়ের নামেই। স্থানীয়রা বলছেন, একডালিয়া আর সুব্রত মুখোপাধ্যায় সমার্থক শব্দ। তাঁকে বাদ দিয়ে একডালিয়া ভাবা যায় না। একডালিয়াতে উনি আসেন ১৯৭১ সালে। দীর্ঘ ৫০ বছর ধরে উনি এখানে থেকেছেন। এই রাস্তা বর্তমানে একডালিয়া রোড নামে পরিচিত। যদিও কয়েক বছর আগে এই রাস্তা পি সি সরকারের নামে করা হয়েছিল। এখন পুরসভা দেখুক কোন রাস্তা তারা নামকরণ করবেন। তবে আমরা চাই একডালিয়া রোডের নামকরণ করা হোক সুব্রত মুখোপাধ্যায়ের নামেই। পাশাপাশি সংগ্রহশালা তৈরিতে একডালিয়া ক্লাবের একাংশ দিতেও প্রস্তুত তাঁরা।

প্রসঙ্গত, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রথম পুর বোর্ডের প্রথম মেয়র ছিলেন। এবং তাঁর সময়কালে দক্ষতার সঙ্গে পুরবোর্ড পরিচালনা করেছিলেন সুব্রতবাবু। একইসঙ্গে রাস্তা, ব্রিজ, আলো থেকে পার্ক, কলকাতার একাধিক উন্নয়ন হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে।

আরও পড়ুন- বিজেপি বাঙালি বিরোধী, সুর চড়িয়ে তৃণমূলে ফেরার পথ সুগম জয়ের

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version